ঢাকা, ১৬ মে শুক্রবার, ২০২৫ || ১ জ্যৈষ্ঠ ১৪৩২
good-food
৫৯৪

জাপার অন্যান্য প্রার্থীরা প্রার্থীতা প্রত্যাহার করবে না : এরশাদ

লাইফ টিভি 24

প্রকাশিত: ১৪:০৮ ২৮ ডিসেম্বর ২০১৮  

সংগৃহীত

সংগৃহীত

প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে 'বোন’ উল্লেখ করে পূর্ণ সমর্থন দিয়ে ঢাকা-১৭ আসন আওয়ামী লীগের প্রার্থী চিত্রনায়ক ফারুকের বিরুদ্ধে  থেকে সরে দাঁড়িয়েছিলেন জাতীয় পার্টির চেয়ারম্যান এইচ এম এরশাদ।

সিঙ্গাপুর থেকে চিকিৎসা শেষে  ঢাকায় ফিরেই  ঢাকা-১৭ আসনে নিজের প্রার্থীতা প্রত্যাহার করেন তিনি।

এরপর উন্মুক্ত ১৪৬টি আসন থেকেও জাপার প্রার্থীদের সরে যাওয়ার ঘোষণা দেন এরশাদ।  

দেশে ফিরে  সংবাদ সম্মেলন করে এ ঘোষণা দেয়ার তিন ঘণ্টা পর এরশাদের পক্ষে গণমাধ্যমে একটি বিজ্ঞপ্তি পাঠানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, উন্মুক্ত আসনগুলো জাপার কোনো প্রার্থী সরে দাঁড়াচ্ছেন না।

বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, মহাজোট ব্যতীত জাতীয় পার্টির প্রার্থীরা মুক্তভাবে নিজ নিজ আসনে লাঙ্গল প্রতীক নিয়ে নির্বাচনে অংশগ্রহণ করতে পারবেন। কেউ নির্বাচন থেকে সরে দাঁড়াবেন না।

এর আগে সংবাদ সম্মেলনে এরশাদ একটি লিখিত বক্তব্য পড়ে শোনান। এতে বলা হয়, ‘মহাজোটের বৃহত্তর স্বার্থে এবং মহাজোটের প্রার্থীর বিজয় নিশ্চিত করতে পদক্ষেপ নিতে বলা হয়েছে। তবে প্রয়োজনবোধে বিভিন্ন আসনে একত্রে কাজ করার অনুরোধ করছি। মহাজোটের স্বার্থে আমি নিজেও ঢাকা-১৭ আসনে আওয়ামী লীগের প্রার্থী আকবর হোসেন পাঠান ফারুককে সমর্থন করছি।’

মহাজোটের শরিক দল হিসেবে ২৫টি আসন থেকে মহাজোট থেকে নির্বাচন করছে জাতীয় পার্টি। এ ছাড়া আরো ১৪৭ আসনে দলের প্রার্থী রয়েছে তাদের। যা বর্তমানে ১৪৬ আসন আছে।

এরশাদ বর্তমানে রংপুর-৩ থেকে এককভাবে নির্বাচনের করবেন। 
সংবাদ সম্মেলনে উন্মুক্ত আসনে জাপা প্রার্থীরা থাকছেন কি না, একাধিকবার জানতে চাওয়া হলে এরশাদ স্পষ্ট করেই তখন বলেছিলেন, ‘তারা থাকবে না।’
এরশাদ বলেন, ‘আমার বোন শেখ হাসিনাকে পূর্ণ সমর্থন দিচ্ছি। আমি নির্বাচনে “বোন” শেখ হাসিনাকে সর্বত্র সহযোগিতা করব।’

ভোটের সব খবর বিভাগের পাঠকপ্রিয় খবর