ঢাকা, ০৫ নভেম্বর বুধবার, ২০২৫ || ২১ কার্তিক ১৪৩২
good-food
৪০২

জাফরুল্লাহ চৌধুরীর অবস্থার অবনতি

লাইফ টিভি 24

প্রকাশিত: ০৯:৫০ ১৭ জুন ২০২০  

নিউমোনিয়ার কারণে গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ডা. জাফরুল্লাহ চৌধুরীর শারীরিক অবস্থার কিছুটা অবনতি হয়েছে। তাঁকে নতুন করে অ্যান্টিবায়োটিক দেওয়া হয়েছে। তিনি শারীরিকভাবে এখনো দুর্বল।

 মঙ্গলবার গণস্বাস্থ্য নগর হাসপাতালের চিকিৎসক অধ্যাপক মামুন মোস্তাফীর বরাতে গণস্বাস্থ্য কেন্দ্রের ফেসবুক পেজে বলা হয়, জাফরুল্লাহ চৌধুরীর স্বাস্থ্যের অবস্থা কিছুটা চিন্তাযুক্ত। তার নিউমোনিয়া পরিস্থিতির অবনতি হয়েছে। অবস্থা বিবেচনায় নতুন করে অ্যান্টিবায়োটিক দেয়ার ব্যবস্থা নেওয়া হয়েছে। তিনি সবার দোয়া চেয়েছেন।

জাতীয় ঐক্যফ্রন্টের দপ্তর প্রধান জাহাঙ্গীর আলম  জানান, ডা: জাফরুল্লাহ চৌধুরীর শারীরিক অবস্থা  ফুসফুসের সংক্রমণ বেড়েছে। নতুন করে এন্টিবায়োটিক দিতে হচ্ছে। শরীর খুবই দুর্বল।নিয়মিত কিডনি ডাইলোসিস করছেন।
অক্সিজেন প্রয়োজন হয়না, তবে গলার ব্যাথার জন্য কথা বলতে কষ্ট হচ্ছে । তাই ইশারায় আর লিখে তিনি কথার উত্তর দেন। চিকিৎসকগন তাকে কথা বলতে নিষেধ করেছেন। তাঁর শরীরে করোনা ভাইরাস ইনফেকশন নাই, তবে ভ্যাকটোরিয়া ইনফেকশন অনেক বেশী। 

করোনাভাইরাস বিভাগের পাঠকপ্রিয় খবর