ঢাকা, ২৬ এপ্রিল শুক্রবার, ২০২৪ || ১৩ বৈশাখ ১৪৩১
good-food
৪৮৭

ডিআইজি মিজান গ্রেপ্তার

লাইফ টিভি 24

প্রকাশিত: ২১:০৩ ১ জুলাই ২০১৯  

দুদকের মামলায় সাময়িক বরখাস্ত ডিআইজি মিজানুর রহমানের জামিন আবেদন নামঞ্জুর করে গ্রেপ্তার করে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। দুপুরে বিচারপতি ওবায়দুল হাসান ও বিচারপতি কুদ্দুস জামানের সমন্বয়ে গঠিত বেঞ্চ শুনানি করে এই নির্দেশ দেয়ার পর পুলিশি হেফাজতে শাহবাগ থানায় নেয়া হয়েছে মিজানকে। 

আইনানুযায়ী গ্রেপ্তার হওয়া আসামিকে ২৪ ঘণ্টার মধ্যে বিচারিক আদালতে তুলতে হয়। সে হিসেব অনুযায়ী আগামীকাল মঙ্গলবার তাকে বিচারিক আদালতে তোলার কথা রয়েছে।

এ মামলার আরেক আসামি ডিআইজি মিজানের ভাগ্নে পুলিশের এসআই মাহমুদুল হাসানকে ৭২ ঘণ্টার মধ্যে নিম্ন আদালতে আত্মসমর্পণ করার নির্দেশ দিয়েছেন হাইকোর্ট।

এদিকে, দুদকে আজ তার জিজ্ঞাসাবাদের কথা থাকলেও সময় আবেদন করেছেন তিনি। তাই, ৮ই জুলাই তাকে জিজ্ঞাসাবাদের জন্য তলব করা হয়েছে।

তিন কোটি সাত লাখ টাকার সম্পদ গোপন এবং তিন কোটি ২৮ লাখ টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে গত ২৪ জুন ডিআইজি মিজানসহ আরও তিনজনকে আসামি করে মামলা করে দুদক। মামলার বাকি তিন আসামি হলেন- মিজানুর রহমানের স্ত্রী সোহেলিয়া আনার রত্না, ছোট ভাই মো. মাহবুবুর রহমান ও ভাগ্নে মাহমুদুল হাসান।

এ বিষয়ে আজ তাকে দুদকের জিজ্ঞাসাবাদের কথা থাকলেও ব্যক্তিগত কারণ দেখিয়ে সময় আবেদন করেছেন মিজান। 

২০০৪ সালের দুদক আইনের ২৬(২) ও ২৭(১) ধারা, ২০১২ সালের মানিলন্ডারিং আইনের ৪(২) ধারা এবং দণ্ডবিধির ১০৯ ধারায় মামলাটি দুদকের ঢাকা জেলা সমন্বিত কার্যালয়ে করা হয়। দুদক পরিচালক মনজুর মোরশেদ বাদী হয়ে মামলাটি করেন।