ঢাকা, ২০ এপ্রিল শনিবার, ২০২৪ || ৬ বৈশাখ ১৪৩১
good-food
৬৬৮

তারেকের নির্দেশে শপথ: মির্জা ফখরুল

লাইফ টিভি 24

প্রকাশিত: ২০:৩৮ ২৯ এপ্রিল ২০১৯  

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারপারসন তারেক রহমানের সিদ্ধান্তেই চার নেতা সংসদ সদস্য হিসেবে শপথ নিয়েছেন বলে জানিয়েছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

সোমবার রাতে গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে জরুরি সংবাদ সম্মেলনে তিনি একথা জানান।

মির্জা ফখরুল বলেন, ‘দলীয় প্রধানের মুক্তি এবং গণতন্ত্র ফিরিয়ে আনার দাবির পক্ষে কথা বলতেই এই চার নেতা সংসদে গেছেন।

এর আগে নানা জল্পনা-কল্পনা শেষে বিকেল সাড়ে ৫টার দিকে নিজ দফতরে বিএনপি নির্বাচিত চারজনকে শপথবাক্য পাঠ করান স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী।

 গত ২৫ এপ্রিল এমপি হিসেবে নেন ঠাকুরগাঁও-৩ (রানীশংকৈল) আসনের বিএনপি নেতা জাহিদুর রহমান। পরে তাকে বরখাস্ত করা হয়। এখন শপথ নিতে বাকি থাকলেন বগুড়া-৬ আসনে নির্বাচিত বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
তবে একটি সূত্র জানিয়েছে, মঙ্গলবার যে কোন সময় মির্জা ফখরুল ইসলাম আলমগীর শপথ নিতে পারেন। 

গত ৩০ ডিসেম্বরের একাদশ জাতীয় সংসদ নির্বাচনকে বিতর্কিত দাবি করে শুরুতেই ফলাফল প্রত্যাখ্যান করে বিএনপি এবং তাদের জোট জাতীয় ঐক্যফ্রন্ট।

আগেই জোটের শরিক গণফোরামের দুই নেতা- সুলতান মোহাম্মাদ মনসুর আহমেদ ও মোকাব্বির খান দলের সিদ্ধান্ত উপেক্ষা করে শপথ নিয়েছেন। পরে সুলতাল মনসুরকে দল থেকে বহিষ্কার করা হয়। মোকাব্বির খানকে শোকজ করা হয়।