ঢাকা, ২৬ আগস্ট মঙ্গলবার, ২০২৫ || ১০ ভাদ্র ১৪৩২
good-food
৪২৩

নারী কর্মীদের জন্য ‘পিরিয়ড লিভ’ চালু

লাইফ টিভি 24

প্রকাশিত: ১২:৪৪ ১০ আগস্ট ২০২০  

যে রক্ত নারীত্বের শারীরিক পূর্ণতার প্রতীক, যে রক্তের মধ্যে জারিত হয় ভবিষ্যৎ অর্থাৎ স্বাভাবিক উপায়ে মা হওয়ার সম্ভাবনা, সে রক্ত কী করে কাউকে অশুদ্ধ করতে পারে? এইটা ভুল ধারণা ছাড়া আর কিছুই না। এবার এই পিরিয়ডের সময় নারী কর্মীদের ছুটির ব্যবস্থা করেছে ভারতের খাবার ডেলিভারি কম্পানি জোম্যাটো। সেখানে কর্মরত কর্মীর সংখ্যা এখন পাঁচ হাজারের বেশি।

পিরিয়ডের কারণে বছরে ১০ দিন ছুটি পাবে নারী কর্মীরা। শনিবার এমনটা ঘোষণা দিয়েছে জোম্যাটো। এই লিভ নিয়ে জোম্যাটোর চিফ এক্সিকিউটিভ দিপীন্দর গোয়াল বলছেন,পিরিয়ড লিভ নিয়ে লজ্জা বা দ্বিধাদন্দের কিছু নেই। ২০০৮ সালে প্রতিষ্ঠিত হয়ে সাফল্যের সাথে ব্যবসা করে যাচ্ছে ভারতীয় রেঁস্তোরায় খাবার সরবরাহকারী সংস্থা জোম্যাটো। 

বেশিরভাগ নারীই পিরিয়ডের সময় অসুস্থতা সহ মুড সুইং এর মত সমস্যায় ভোগে। সামাজিক ট্যাবুর কথা ভেবে অনেকেই তাদের মুখ বন্ধ করে থাকে। মেনে চলতে হয় নানা সামাজিক বাধা নিষেধ। এবার নারীর সমস্যার কথা চিন্তা করেই যুগোপযোগী সিদ্ধান্ত নিয়েছে জোম্যাটো।

এর দু বছর আগে ২০১৮ সালে কেরালার সবরিমালা মন্দিরে পিরিয়ডের সময় প্রবেশে যে নিষেধাজ্ঞা ছিল তা শিথিল করেছে ভারত।

সূত্র: এশিয়া ওয়ান