ঢাকা, ০৬ নভেম্বর বৃহস্পতিবার, ২০২৫ || ২১ কার্তিক ১৪৩২
good-food
৪১৮

ক্যাসিনোবিরোধী অভিযান

নেপালিদের পালাতে সহায়তাকারীর পরিচয় ‘শনাক্ত’

লাইফ টিভি 24

প্রকাশিত: ১৯:৪৩ ২৫ সেপ্টেম্বর ২০১৯  

রাজধানীতে ক্যাসিনোবিরোধী অভিযানকালে সেগুনবাগিচার একটি ভবন থেকে ১৫ নেপালিকে পালাতে সহায়তাকারী তিনজনের একজনকে ‘শনাক্ত’ করা গেছে। ওই ব্যক্তি রমনা থানার কনস্টেবল বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।
পুলিশের গোয়েন্দা শাখা (ডিবি) বিষয়টি তদন্ত করছে।

রমনা অঞ্চলের উপ-কমিশনার সাজ্জাদুর রহমান বলেন, আমরা জানতে পেরেছি, তাদের একজন রমনা থানার কনস্টেবল দিপঙ্কর চাকমা। উনি ছুটিতে ছিলেন। তবে ছুটির পর থানায় যোগ দেননি। এ কারণে তাকে সাসপেন্ড করে কর্তৃপক্ষ। 

তিনি বলেন, তার বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেয়া হচ্ছে। অনেকেই বলছে, সিসিটিভি ফুটেজে দেখতে পাওয়া ব্যক্তি দিপঙ্কর। তবে উনি অফিসে না আসা পর্যন্ত নিশ্চিতভাবে এটা বলা যাবে না।

১৮ সেপ্টেম্বর রাজধানীর ফকিরাপুলের ইয়ংমেনস ক্লাব, ওয়ান্ডারার্স ক্লাব, গুলিস্তানের মুক্তিযোদ্ধা সংসদ ক্রীড়াচক্র এবং বনানীর গোল্ডেন ঢাকা বাংলাদেশে অভিযান চালায় আইনশৃঙ্খলা রক্ষাকারীবাহিনী। 
ওই দিনের সিসিটিভি ফুটেজে দেখা যায়, রাত ১০টা ৩৯ মিনিটে সেগুনবাগিচার সামিট হাসান লজ ভবনে পুলিশ পরিচয়ে প্রবেশ করেন তিন ব্যক্তি। তাদের পরনে ইউনিফর্ম না থাকলেও কাছে ওয়াকিটকি ছিল।

ভবন ত্যাগের আগে তারা সেখানে ৫০ মিনিটের মতো অবস্থান করেন। যাওয়ার সময় তাদের একজনের হাতে একটি ব্যাগ ছিল। এর কিছুক্ষণ পরই ওই ভবনে থাকা ১৫ নেপালিকে ভবন থেকে বের হতে দেখা যায়।