ঢাকা, ০৩ ডিসেম্বর বুধবার, ২০২৫ || ১৯ অগ্রাহায়ণ ১৪৩২
good-food

প্রতি মুহূর্তে অমিতাভের প্রেমে পড়েন জয়া

লাইফ টিভি 24

প্রকাশিত: ১৭:০৫ ৩ ডিসেম্বর ২০২৫  

বলিউডের জনপ্রিয় দম্পতির কথা বলতে গেলে প্রথমেই উচ্চারিত হবে অমিতাভ ও জয়া বচ্চনের কথা। তারা জীবন-যাপন প্রায় সময় থাকে আলোচনায়।

বছরভর বিভিন্ন প্রসঙ্গে বচ্চন পরিবারকে নিয়ে নানা চর্চা হলেও সাম্প্রতিক সময়ে বিশেষভাবে আলোচনায় উঠে এসেছে জয়া বচ্চনের এক সাক্ষাৎকারের কিছু অংশ। যেখানে তিনি খোলামেলাভাবে কথা বলেছেন তার দীর্ঘ বৈবাহিক জীবন, দাম্পত্য সম্পর্ক ও ব্যক্তিগত অনুভূতি নিয়ে।

 

জয়া বচ্চন জানান, প্রজন্মের পর প্রজন্ম ধরে সম্পর্কের যেসব বদল এসেছে, তা নিয়ে তার নিজস্ব দৃষ্টিভঙ্গি রয়েছে। বিয়ের বিষয়ে তার মতামত জানতে চাইলে তিনি অকপটে বলেন, “অমিতাভকে তিনি কখনও জিজ্ঞেস করেননি যে বিয়ে তার কাছে কেমন সিদ্ধান্ত ছিল।”

“অমিতাভ হয়তো এটাকে ‘আমার জীবনের সবচেয়ে বড় ভুল’ বলে মনে করেন। কিন্তু আমি এমনটা মনেই করি না,” বলেন জয়।

Advertisement

অমিতাভ যা কিছু ভাবুক না কেন জয়ার নিজের অনুভূতি আজও একই রকম। তিনি বলেন, “আমি প্রতি মুহূর্তে এখনও অমিতাভের প্রেমে পড়ি।” তাঁর মতে, ৫২ বছর ধরে একই মানুষের সঙ্গে পথচলা সহজ নয়, কিন্তু ভালোবাসা থাকলে সম্পর্কের পুরোনো ক্ষতও সময়ের সঙ্গে মুছে যায়।

১৯৭৩ সালে অমিতাভ ও জয়া বিয়ে করেন।

সাক্ষাৎকারে আরও উঠে আসে তাদের সম্পর্কের সূচনা নিয়ে কিছু স্মৃতি। প্রথমে তাদের দেখা হয়েছিল ‘গুড্ডি’ ছবির শুটিং সেটে। পরে ‘এক নজর’ ছবির সেটে তাঁদের প্রেম শুরু হয়।

দুইজনের স্বভাব ভিন্ন। অমিতাভ শান্ত, জয়া মেজাজী- তবুও তাঁদের বোঝাপড়াই সম্পর্ককে অটুট রেখেছে পাঁচ দশকের বেশি সময় ধরে। ১৯৭৩ সালে তারা বিয়ে করেছিলেন।

 

জয়া এই সাক্ষাৎকারে আরও জানান, তিনি চান না তার নাতনি নভ্যা-নভেলি-নন্দা এখনই বিয়েতে মন দিক। কারণ তার নিজের অভিজ্ঞতা অন্যদের জন্য মানদণ্ড হওয়া উচিত নয় বলে মনে করেন তিনি।

সব মিলিয়ে জয়া বচ্চনের এই স্বীকারোক্তি নতুন করে আলোচনায় নিয়ে এসেছে তাদের পাঁচ দশকের দীর্ঘ প্রেম ও সম্পর্ক, যা বলিউডের অন্যতম শক্তিশালী জুটি হিসেবে আজও সমানভাবে অনুপ্রেরণা জোগায়।

বিনোদন বিভাগের পাঠকপ্রিয় খবর