ঢাকা, ০৫ নভেম্বর বুধবার, ২০২৫ || ২১ কার্তিক ১৪৩২
good-food
৪৩৯

ফের রেকর্ড ভাঙল করোনা: মৃত্যু ৫৩, আক্রান্ত ৩৮৬২

লাইফ টিভি 24

প্রকাশিত: ১৭:৪২ ১৬ জুন ২০২০  

প্রাণঘাতী করোনাভাইরাসে দেশে গত ২৪ ঘণ্টায় রেকর্ড ৫৩ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মৃতের সংখ্যা দাঁড়াল এক হাজার ২৬২ জনে। এ সময়ে নতুন করে সর্বোচ্চ তিন হাজার ৮৬২ জন সংক্রমিত হয়েছে। ফলে শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়াল ৯৪ হাজার ৪৮১ জনে। 

করোনা পরিস্থিতি নিয়ে নিয়মিত হেলথ বুলেটিনে মঙ্গলবার দুপুরে স্বাস্থ্য অধিদফতরে এ তথ্য জানানো হয়। অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডা. নাসিমা সুলতানা অনলাইনে এ বুলেটিন পড়েন।

তিনি জানান, গত ২৪ ঘণ্টায় দেশে মোট ৬১টি ল্যাবে করোনা নমুনা পরীক্ষা করা হয়েছে। এ সময়ে ১৮ হাজার ৪০৩টি স্যাম্পল সংগ্রহ করা হয়। পরীক্ষা করা হয় ১৭ হাজার ২১৪টি। এ নিয়ে মোট পাঁচ লাখ ৩৩ হাজার ৭১৭টি নমুনা পরীক্ষা করা হলো। নতুন নমুনা পরীক্ষায় সর্বাধিক তিন হাজার ৮৬২ জনের শরীরে এ ভাইরাস শনাক্ত হয়েছে। ফলে আক্রান্ত রোগীর সংখ্যা দাঁড়াল ৯৪ হাজার ৪৮১ জনে। 

অধ্যাপক ডা. নাসিমা সুলতানা বলেন, আক্রান্তদের মধ্যে ৫৩ জন মারা গেছেন। এ নিয়ে মোট মৃত্যু হলো এক হাজার ২৬২ জনের। গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন দুই হাজার ২৩৭ জন। সব মিলিয়ে মোট সুস্থ হলেন ৩৬ হাজার ২৬৪ জন।

তিনি জানান, এদিন আক্রান্ত ও মৃ্ত্যুতে দেশে রেকর্ড হয়েছে। এর আগে একদিনে কখনও এত সংক্রমণ ও মৃতের ঘটনা ঘটেনি। তাই বরাবরের মতো মানবঘাতী করোনা থেকে সুরক্ষিত থাকতে সবাইকে সাবান দিয়ে হাত ধোয়া, মুখে মাস্ক পরা এবং অন্যান্য স্বাস্থ্যবিধি মেনে চলার আহ্বান জানান এ কর্মকর্তা।

করোনাভাইরাস বিভাগের পাঠকপ্রিয় খবর