ঢাকা, ২৭ এপ্রিল শনিবার, ২০২৪ || ১৪ বৈশাখ ১৪৩১
good-food
৭৩৮

বরেণ্য সঙ্গীতশিল্পী সুবীর নন্দী মারা গেছেন

লাইফ টিভি 24

প্রকাশিত: ১৩:২৮ ৭ মে ২০১৯  

বরেণ্য সঙ্গীতশিল্পী সুবীর নন্দী মারা গেছেন।  মঙ্গলবার ভোর সাড়ে ৪টায় বরেন্য এই শিল্পী না ফেরার দেশে চলে যান। সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন তিনি। 

রোববার সুবীর নন্দীর শারীরিক অবস্থা বেশ সংকটাপন্ন হয়। শনিবার ও রোববার পরপর দুইদিন হার্ট অ্যাটাক হয় তার। হার্টে চারটা ব্লক ছিল। রোববার সকালে চারটা রিং পরানো হয়।

ঢাকা ও সিঙ্গাপুরে টানা ১৮ দিন হাসপাতালের বিছানায় নিথর হয়ে পড়েছিলেন এ গায়ক। গত ৩ মে চোখ মেলেন ও মেয়ে ফাল্গুনীকে দেখে কাঁদেন। চিকিৎসাধীন অবস্থায় আজ মঙ্গলবার ভোরে মারা যান।
 গত ১৪ এপ্রিল সিলেট থেকে ঢাকা আসার পথে  সুবীর নন্দী অসুস্থ হয়ে পড়লে সুবীর নন্দীকে ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে ভর্তি করা হয়।
উন্নত চিকিৎসার জন্য গত ৩০ এপ্রিল তাঁকে সিঙ্গাপুরের হাসপাতালে পাঠানো হয়।

 প্রধানমন্ত্রী শেখ হাসিনা  বরেণ্য সংগীতশিল্পী সুবীর নন্দীর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন।  মঙ্গলবার সকালে এক শোকবার্তায় প্রধানমন্ত্রী দেশের সাংস্কৃতিক অঙ্গনে এই প্রখ্যাত কণ্ঠশিল্পীর অবদানের কথা উল্লেখ করে বলেন, ‘পাঁচবার জাতীয় পুরস্কার বিজয়ী এই কণ্ঠশিল্পী তাঁর কাজের মাধ্যমে মানুষের হৃদয়ে আজীবন বেঁচে থাকবেন।’

সুবীর নন্দীর বিদেহী আত্মার শান্তি কামনা করেন প্রধানমন্ত্রী এবং তাঁর শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান। 


সুবীর নন্দী ‘মহানায়ক’ (১৯৮৪), ‘শুভদা’ (১৯৮৬), ‘শ্রাবণ মেঘের দিন’ (১৯৯৯), ‘মেঘের পরে মেঘ’ (২০০৪) ও ‘মহুয়া সুন্দরী’ (২০১৫) চলচ্চিত্রে গানে কণ্ঠ দিয়ে পাঁচবার শ্রেষ্ঠ পুরুষ কণ্ঠশিল্পী হিসেবে বাংলাদেশ জাতীয় চলচ্চিত্র পুরস্কার পান। তিনি এ বছর একুশে পদক পান।

অপরাধ বিভাগের পাঠকপ্রিয় খবর