ঢাকা, ২৯ মার্চ শুক্রবার, ২০২৪ || ১৪ চৈত্র ১৪৩০
good-food
১৯৩

বেকার হোস্টেলে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শেখ রেহানা-সায়মা’র শ্রদ্ধা

লাইফ টিভি 24

প্রকাশিত: ১১:৩২ ১ মার্চ ২০২০  

কলকাতায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন ও পুষ্পস্তবক অর্পণ করেছেন তার ছোট মেয়ে শেখ রেহানা ও নাতনি সায়মা ওয়াজেদ হোসেন।


কলকাতায় বেকার হোস্টেলে জাতির পিতার এই প্রতিকৃতি স্থাপিত হয়েছে।

 

মুজিববর্ষ উদযাপনের শুরুতে তার স্মৃতির প্রতি শ্রদ্ধা জানাতে শেখ রেহানা এবং সায়মা ওয়াজেদ হোসেন কলকাতায় যান। শুক্রবার তারা শ্রদ্ধা জানান প্রতিকৃতিতে। 

 

১৯৪২ সালে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কলকাতার ইসলামিয়া কলেজে পড়ালেখা করতেন। বর্তমানে এই শিক্ষাপ্রতিষ্ঠানের নাম মাওলানা আজাদ কলেজ। ১৯৪৬ সালে এই কলেজের ছাত্র সংসদের সাধারণ সম্পাদক ছিলেন তিনি। এখান থেকেই বিএ ডিগ্রি অর্জন করেন বঙ্গবন্ধু।

 

এই কলেজে অধ্যয়নকালে অবস্থায় দুর্ভিক্ষ পীড়িত মানুষের পাশে দাঁড়ান এবং ত্রাণ বিতরণ করেন বঙ্গবন্ধু। হলওয়ে মন্যুমেন্ট আন্দোলনে অংশগ্রহণ করেছেন।

 

পাকিস্তান আন্দোলনে সক্রিয়ভাবে অংশ নেন এবং দাঙ্গার বিরুদ্ধে মানুষকে বাঁচাতে নিজের জীবনবাজি রেখে কাজ করেন এই কলেজে অধ্যয়নরত অবস্থাতেই।

 

তার জীবনের রাজনৈতিক কর্মকাণ্ডের বড় অধ্যায় এখানে রচিত হয়েছে।

 

এই কলেজে লেখাপড়াকালে আবাসিক ছাত্র হিসেবে বেকার হোস্টেলের ২৪ নম্বর রুমে থাকতেন তিনি।

 

পরে ভারত সরকার বেকার হোস্টেলের ২৩ ও ২৪ নম্বর রুমকে ‘বঙ্গবন্ধু স্মারক জাদুঘর’ হিসেবে তৈরি করে।

 

২০২০ থেকে ২০২১ সালকে ‘মুজিববর্ষ’ ঘোষণা করেছে বাংলাদেশ সরকার। সে উপলক্ষে ক্ষণ গণনা চলছে। আসছে ১৭ মার্চ থেকে বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উদযাপন শুরু হবে।