ঢাকা, ১৩ অক্টোবর সোমবার, ২০২৫ || ২৭ আশ্বিন ১৪৩২
good-food
১০

‘কলিজা ছিঁড়ে ফেলার’ হুমকি নিয়ে মুখ খুললেন সারজিস

লাইফ টিভি 24

প্রকাশিত: ২০:৪৯ ১২ অক্টোবর ২০২৫  

বক্তব্য দেওয়ার সময় বিদ্যুৎ চলে যাওয়ায় কর্মকর্তাদের ‘কলিজা ছিড়ে ফেলার’ মতো হুমকি দেওয়া উচিত হয়নি বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টি-এনসিপির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম।

 

সম্প্রতি দলটির এক কর্মসূচিতে এমন বক্তব্য রাখার পর সমালোচনার মধ্যে রবিবার সন্ধ্যায় নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে পোস্ট দিয়ে ওই বক্তব্যের ব্যাখ্যা দেন তিনি।

 

সারজিস বলেন, গত এক মাসে পঞ্চগড়ে এনসিপির তিনটি অনুষ্ঠানে তিনি বক্তব্য শুরু করার পরপরই বিদ্যুৎ চলে যায়, যা উদ্দেশ্যপ্রণোদিত বলেই মনে করেন।

 

তিনি লিখেন, “এক মাসে এনসিপি পঞ্চগড়ে তিনটি প্রোগ্রাম করেছে। প্রতিবারই আমি যখন বক্তব্য দিতে শুরু করি, এক–দুই মিনিটের মধ্যেই বিদ্যুৎ চলে যায়। প্রথমবার মনে করেছিলাম এটা কাকতালীয়। দ্বিতীয়বারেও কিছু বলিনি, তবে সন্দেহ জন্মে। কিন্তু তৃতীয়বার একই ঘটনা ঘটায় মনে হয়েছে বিষয়টি আর স্বাভাবিক নয়।”

 

এনসিপির এই নেতা আরও বলেন, “প্রোগ্রামের আগে-পরে বা অন্য কারো বক্তব্যের সময় নয়—শুধু আমি কথা বললেই বিদ্যুৎ চলে যায়, আর শেষ হলেই ফিরে আসে। তিনটি প্রোগ্রাম তিন দিন এবং ভিন্ন সময়ে হলেও একই ঘটনা ঘটেছে। আমি মনে করি, এটি উদ্দেশ্যপ্রণোদিত। জেলা পর্যায়ের কিছু কর্মকর্তা অন্য দলের পক্ষ নিয়ে এমন আচরণ করছেন।”

 

তিনি আরও উল্লেখ করেন, “প্রত্যেকবারই প্রোগ্রামের আগে তাদের জানানো হয়েছিল। এমনকি পরে ভদ্রভাবে কথা বলাও হয়েছে। কিন্তু একই চিত্র দেখা যাওয়ায় এবার আর সুশীলতা দেখানো প্রয়োজন মনে করিনি। তবে ক্ষোভের বশে যে উপমা ব্যবহার করেছি, তা বলা ঠিক হয়নি বলে মনে করি।”

 

সম্প্রতি একটি অনুষ্ঠানে বক্তব্য দেওয়ার সময়  বিদ্যুৎ চলে যাওয়ায় ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানান সারজিস। তিনি বলেন, “আমরা দেখে নেব তাদের কলিজা কত বড় হইছে। কলিজা ছিঁড়ে রাস্তায় ফেলে রাখব।”

 

তার এই মন্তব্য সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে নেটিজেনদের সমালোচনার মুখে পড়েন তিনি। 

 

এনসিপি নেতা বলেন, “চাঁদাবাজি, দখলদারিত্ব, সিন্ডিকেট, দুর্নীতি ও মাদকবিরোধী লং মার্চে আমরা প্রায় দুই হাজার মানুষ নিয়ে ১০ ঘণ্টায় ১৫০ কিলোমিটার পাড়ি দিয়েছি। আশা করি, মিডিয়ার দৃষ্টি সেদিকেও থাকবে।”

বাংলাদেশ বিভাগের পাঠকপ্রিয় খবর