ঢাকা, ১৬ মে শুক্রবার, ২০২৫ || ১ জ্যৈষ্ঠ ১৪৩২
good-food
১১৮৫

`বোন` হাসিনাকে পূর্ণ সমর্থন এরশাদের

লাইফ টিভি 24

প্রকাশিত: ২০:৩৭ ২৭ ডিসেম্বর ২০১৮  

ঢাকা-১৭ আসনে প্রতিদ্বন্দ্বিতা থেকে নিজেকে সরিয়ে নিলেন সাবেক রাষ্ট্রপতি ও জাতীয় পার্টির (জাপা) চেয়ারম্যান এইচ এম এরশাদ। সেখানে আওয়ামী লীগ প্রার্থী চিত্রনায়ক আকবর হোসেন পাঠানকে (ফারুক) তিনি সমর্থন দিয়েছেন।  

বৃহস্পতিবার (২৭ ডিসেম্বর) বিকেল ৫টায় বারিধারার প্রেসিডেন্ট পার্কে জরুরি সংবাদ সম্মেলন ডেকে এইচ এম এরশাদ এ ঘোষণা দেন।

তিনি বলেন, দেশের সার্বিক পরিস্থিতি বিবেচনা করে মহাজোটকে সমর্থনের সিদ্ধান্ত নিয়েছি আমরা। আমার বোন শেখ হাসিনাকে পূর্ণ সমর্থন করব। আমি ঢাকা-১৭ আসনে নির্বাচন করতাম। তবে প্রেক্ষাপট আমলে নিয়ে নির্বাচন করছি না। ফারুককে আমি পূর্ণ সমর্থন দিয়েছি। তিনি আমার কাছে এসেছিলেন। আমি তাকে সমর্থন দিয়ে দোয়া দিয়েছি।

পুলিশ বা নির্বাচন কমিশন (ইসি) নিয়ে কোনো বক্তব্য আছে কি-না? এমন প্রশ্নের জবাবে এরশাদ বলেন, পুলিশের বিষয়ে কথা বলার এখতিয়ার আমার নেই।

নির্বাচন কমিশনের একজন কমিশনারের মতপার্থক্য দেখা যাচ্ছে। এ বিষয়ে সাবেক রাষ্ট্রপতি বলেন, যিনি মতপার্থক্য করছেন তিনি একজন কবি মানুষ। তার সঙ্গে আমার ভালো সম্পর্ক আছে। তাকে নিয়ে মন খারাপের কিছু নেই। আমার মনে হয় নির্বাচন সুষ্ঠু হবে।

সারাদেশে লাঙ্গল নিয়ে উন্মুক্তভাবে যারা নির্বাচন করছেন তারাও কি মহাজোটকে সমর্থন করবে?

এরশাদ বলেন, উনারাও মহাজোটকে সমর্থন দেবে। এখন বসে বিষয়টি চূড়ান্ত করব। এটি ক্লিয়ার করতে বললে বলেন, তবে যারা মনে করছেন জিতবেন, তারা নির্বাচনে অংশ নেবেন।

ভোটের সব খবর বিভাগের পাঠকপ্রিয় খবর