ঢাকা, ১১ ডিসেম্বর বৃহস্পতিবার, ২০২৫ || ২৭ অগ্রাহায়ণ ১৪৩২
good-food

ভাপা পিঠা কখন খাওয়া ভালো?

লাইফ টিভি 24

প্রকাশিত: ১৯:২০ ১১ ডিসেম্বর ২০২৫  

শীত নামলেই বাঙালি রান্নাঘরে শুরু হয় পিঠার উৎসব। ধোঁয়া ওঠা ভাপা পিঠার গন্ধ যেন শীতের সকালের আলাদা এক গল্প।

কিন্তু অনেকেই ভাবেন- স্বাস্থ্যের দিক দিয়ে ভাপা পিঠা খাওয়ার সেরা সময় কোনটা? সকাল না সন্ধ্যা? বিশেষ করে যাদের ওজন কমানোর টার্গেট বা ইন্টারমিটেন্ট ফাস্টিংয়ের রুটিন চলছে, তাদের কাছে এই প্রশ্নটা আরও গুরুত্বপূর্ণ।

সকালের দিকে কেন ভাপা পিঠা উপকারী?

পুষ্টিবিদদের মতে, মানুষের মেটাবলিজম সবচেয়ে বেশি সক্রিয় থাকে সকালের দিকে। তাই চালের গুঁড়া ও গুড়ে তৈরি ভাপা পিঠার কার্বোহাইড্রেট ও প্রাকৃতিক চিনিকে শরীর সহজে ভাঙতে পারে। সকালে খেলে সারাদিনে সেই ক্যালরি খরচ করার যথেষ্ট সময় থাকে।

যারা ভোরে ব্যায়াম করেন বা দীর্ঘ ফাস্টিংয়ের পরে নাশতা করেন, তাদের জন্য ভাপা পিঠা হতে পারে চমৎকার এনার্জি বুস্টার। গুড় রক্তে দ্রুত শক্তি দেয়, আর চালের গুঁড়া হজমেও তুলনামূলক সহজ।

 

সন্ধ্যায় খেতে চাইলে কী হবে?

সন্ধ্যার দিকে শরীরের বিপাকক্রিয়া কিছুটা ধীর হয়ে আসে। তখন কার্বোহাইড্রেট হজমের হারও কমে যায়। ফলে সন্ধ্যায় ভাপা পিঠা খেলে অতিরিক্ত ক্যালরি শরীরে জমে হওয়ার সম্ভাবনা থাকে। বিশেষ করে যারা রাতে তেমন নড়াচড়া করেন না, তাদের ক্ষেত্রে এই ঝুঁকি আরও বেশি।

তবে সন্ধ্যায় একেবারে নিষিদ্ধ নয়। শর্ত একটাই- পরিমাণ নিয়ন্ত্রণ। একটি ছোট ভাপা পিঠা, সঙ্গে এক কাপ গ্রিন টি বা গরম পানি—এতে ক্ষুধা মিটবে, কিন্তু বাড়তি ক্যালরিও যোগ হবে না।

ভাপা পিঠা হতে পারে চমৎকার এনার্জি বুস্টার।

ওজন কমানো ও ইন্টারমিটেন্ট ফাস্টিংয়ের ক্ষেত্রে কোন সময়টা আদর্শ?

যারা নিয়মিত ফাস্টিং করছেন বা মেদ কমাতে চান, তাদের জন্য ভাপা পিঠা খাওয়ার সেরা সময় হলো সকাল বা দুপুরের দিক। এতে পিঠার ক্যালরি শরীর কার্যকরভাবে বার্ন করতে পারে।

সন্ধ্যায় খেলে অবশ্যই সীমিত রাখতে হবে, এবং ডিনারকেও রাখতে হবে লাইট—ডাল, সালাদ বা স্যুপে।

ভাপা পিঠা শুধু খাবার নয়, শীতের এক টুকরো ঐতিহ্য। খাওয়া যাবে যেকোনো সময়ই, কিন্তু শরীরের উপকারের দিক বিবেচনা করলে সকালের দিকটাই সেরা। প্রয়োজন শুধু সচেতনতা আর পরিমাণ নিয়ন্ত্রণ।