ঢাকা, ২৬ এপ্রিল শুক্রবার, ২০২৪ || ১২ বৈশাখ ১৪৩১
good-food
৪৩৫

মানহীন পিপিই-ই হতে পারে মারাত্মক ক্ষতির কারণ

লাইফ টিভি 24

প্রকাশিত: ১২:০৭ ২ মে ২০২০  

প্রাণঘাতী করোনা থেকে রক্ষা পেতে গ্লাভস, মাস্ক এবং গাউনসহ সুরক্ষামূলক সরঞ্জামের ব্যবহার বাড়ছে।


তবে এসব সুরক্ষা সরঞ্জামগুলোর সঠিক তদারকি, ব্যবহার এবং ধ্বংস না করা হলে এই ভাইরাস সংক্রমণ আরও মারাত্মক হতে পারে বলে সতর্ক করেছেন স্বাস্থ্য বিশেষজ্ঞরা।  

 

ইউএনবি বলছে,  গত ২৫ এপ্রিল ভ্রাম্যমাণ আদালতের একটি দল রাজধানীর ভাটারা এলাকায় অভিযান চালিয়ে বিভিন্ন হাসপাতাল থেকে সংগ্রহ করা ব্যবহৃত সাদা গাউন এবং মাস্ক জব্দ করে। যেগুলো ধুয়ে এবং আয়রন করে বিক্রয়ের জন্য নিয়ে আসা হয়েছে।

 

স্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন, সুরক্ষা সরঞ্জামগুলো সঠিকভাবে ব্যবহার এবং ধ্বংস না করার কারণে অনেক চিকিৎসক এবং নার্স করোনাভাইরাসে আক্রান্ত হচ্ছেন।

 

সাধারণ মানুষের পিপিই পড়ার প্রয়োজন না হলেও, তারা এখন ফুটপাতের বিক্রেতাদের কাছ থেকে নিম্নমানের এবং অন্যের ব্যবহৃত প্রতিরক্ষামূলক সরঞ্জাম ব্যবহার করার মধ্যে দিয়ে নিজেরা সংক্রমিত হওয়ার আশংকা বাড়াচ্ছেন।

 

তারা বলছেন, সাধারণ মানুষের কেবল মাস্ক পরলেই হবে এবং ফুটপাতের বিক্রেতাদের কাছ থেকে প্রতিরক্ষামূলক সরঞ্জাম কেনা থেকে বিরত থাকতে হবে। ঘন ঘন সাবান দিয়ে হাত ধোয়া বা হ্যান্ড স্যানিটাইজার ব্যবহার করা এবং যতটা সম্ভব ঘরে থাকা উত্তম। প্রতিরক্ষামূলক সরঞ্জাম ব্যবহার করে বাড়ির বাইরে বের না হয়ে ভাইরাস থেকে নিরাপদ থাকার জন্য ঘরে থাকাই সবচেয়ে ভালো।


ইউনিভার্সিটি অব নর্থ ক্যারোলিনা চ্যাপেল হিলের একদল গবেষক বলেন, এ ভাইরাসটি পিপিইর মতো বস্তুগুলোতে কয়েক ঘণ্টা বেঁচে থাকতে পারে এবং এসব একাধিকবার ব্যবহারের সময় সংক্রমণের ঝুঁকি রয়ে যায়।

 

স্বাস্থ্যসেবা অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক ডা. সামিয়া তাহমিনা বলেন, অনেকেই মাস্ক এবং গ্লাভস ব্যবহার করছে এই ভেবে যে তারা নিরাপদ। যদি এ প্রতিরক্ষা সরঞ্জামগুলো সঠিকভাবে ব্যবহার না করা হয় এবং সেগুলো নিরাপদ উপায়ে ধ্বংস না করা হয় তবে এগুলোই ভাইরাস সংক্রমণের কারণ হতে পারে।

 

তিনি বলেন, গ্লাভস পরা যে কেউ করোনাভাইরাসের জীবাণু দ্বারা সংক্রমিত অনেক ধরনের বস্তু স্পর্শ করতে পারে এবং এভাবে ভাইরাসটি তার বাড়িতেও পৌঁছে যেতে পারে। যদি এ সংক্রমিত গ্লাভসগুলো ঠিকমতো সরানো না হয় এবং সঠিকভাবে নষ্ট করা না হয় তবে এটি ভাইরাসের সংক্রমণ ঘটাবে।

 

বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) কোষাধ্যক্ষ অধ্যাপক ডা. মোহাম্মদ আতিকুর রহমান বলেন, গ্লাভস, মেডিকেল মাস্ক, গগলস বা ফেস শিল্ড এবং গাউনসহ প্রতিরক্ষামূলক সরঞ্জামগুলো ব্যবহার ও নষ্ট করে দেয়ার উপায় সম্পর্কে কিছু বিশ্ব স্বাস্থ্য সংস্থার নির্দেশিকা রয়েছে।

 

বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) মতে, স্যানিটাইজার বা সাবান এবং পানি দিয়ে ঘন ঘন হাত পরিষ্কারের সম্মিলিত ব্যবহারের মাধ্যমেই কেবল মাস্ক কাজ করে। মাস্ক পরার আগে সবাইকে সাবান ও পানি দিয়ে হাত ধুয়ে নিতে হবে। মাস্ক স্যাঁতসেঁতে হয়ে ওঠার সঙ্গে সঙ্গেই এটি পরিবর্তন করে নতুন মাস্ক পরতে হবে এবং একবার ব্যবহার উপযোগী মাস্কগুলো পুনরায় ব্যবহার করা উচিত নয়।

 

ডা. আতিকুর বলেন, যদি সম্ভব হয় একবার ব্যবহারের উপযোগী মাস্ক এবং গ্লাভস ব্যবহারের পর একটি বদ্ধ বাক্সে ফেলে দেয়া এবং তারপরে সাবান দিয়ে হাত ধোয়া উচিত।

 

একইভাবে যে সব চিকিৎসক এবং নার্স করোনার রোগীদের দেখাশশুনা করেন, তাদের পিপিই / গাউন ব্যবহার করা উচিত এবং স্বাস্থ্য সেবা দেয়ার পরে এগুলো খুলে ফেলার আগে হাত পরিষ্কার করে নেয়া উচিত। পিপিইগুলো ব্যবহারের পরে উপযুক্ত বর্জ্য পাত্রে ফেলে দেয়া উচিত।

 

তিনি বলেন, সুরক্ষা সরঞ্জামগুলো ব্যবহার এবং নষ্ট করার বিষয়ে এগুলোই হলো ডব্লিউএইচওর প্রধান নির্দেশিকা। কেউ যদি এ নির্দেশিকাগুলো অনুসরণ না করে তবে নিজেরাই নিজেদের বিপদ ডেকে আনতে পারে।