ঢাকা, ০৬ নভেম্বর বৃহস্পতিবার, ২০২৫ || ২১ কার্তিক ১৪৩২
good-food
৭৪২

মিন্নির জামিন শুনানি শেষ, রায় বৃহস্পতিবার

লাইফ টিভি 24

প্রকাশিত: ২০:১৪ ২৮ আগস্ট ২০১৯  

বরগুনার চাঞ্চল্যকর রিফাত হত্যাকাণ্ডের অন্যতম আসামি মিন্নির জামিনের জন্য লড়লেন অর্ধশতাধিক আইনজীবী। নাটকীয় শুনানি শেষে বৃহস্পতিবার রায়ের দিন ধার্য করেন আদালত।

শুনানিতে রাষ্ট্রপক্ষের আইনজীবী বলেন, রিফাত হত্যার আগে ও পরে ১৫বার নয়ন বন্ডের সঙ্গে কথা বলেছেন মিন্নি। আর আসামিপক্ষের আইনজীবীর মতে, ঘটনা যাই হোক জামিন পেতে আইনগত বাধা নেই।

বরগুনার আলোচিত রিফাত হত্যা মামলায় প্রধান সাক্ষী থেকে আসামি হওয়া মিন্নির জামিন শুনানি ছিল নাটকীয়তা ভরপুর। রাষ্ট্রপক্ষের আইনজীবী জানান, হত্যার পরিকল্পনাকারী সে-ই। হামলার আগে ও পরে মূল আসামি নয়ন বন্ডের সঙ্গে ১৫বার কথা বলেন এ মেয়ে।

মিন্নির আইনজীবী বলছেন, ঘটনা যাই হোক জামিন পাওয়ার অধিকার রয়েছে।
এদিকে মামলার সব কাগজপত্র নিয়ে আদালতে হাজির হয়ে তদন্ত কর্মকর্তা জানান, অনুসন্ধান শেষ পর্যায়ে।

মিন্নির পক্ষে জামিন শুনানিতে উপস্থিত ছিলেন অর্ধশতাধিক আইনজীবী। প্রায় এক ঘণ্টার বেশি শুনানি শেষে বৃহস্পতিবার রায়ের দিন ধার্য করেন উচ্চ আদালত।