ঢাকা, ০৫ নভেম্বর বুধবার, ২০২৫ || ২১ কার্তিক ১৪৩২
good-food
৩৪৯

মৃত্যুর মিছিলে আরও ৩২ জন, আক্রান্ত ৮৭ হাজার ছাড়াল

লাইফ টিভি 24

প্রকাশিত: ১৬:৪০ ১৪ জুন ২০২০  

মহামারী করোনায় দেশে গেল ২৪ ঘণ্টায় ৩২ জন মারা গেছেন। এ নিয়ে প্রাণঘাতী ভাইরাসটিতে মৃতের সংখ্যা দাঁড়ালো ১ হাজার ১৭১ জন।

এ সময়ে করোনায় আক্রান্ত হয়েছেন ৩ হাজার ১৪১ জন। এতে সংক্রমণের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৮৭ হাজার ৫২০ জন।

করোনা নিয়ে নিয়মিত অনলাইন বুলেটিনে রোববার দুপুরে স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা এ তথ্য জানান।

তিনি বলেন, এছাড়া গেল একদিনে ৯০৩ জন সুস্থ হয়েছেন। এতে সুস্থ হয়ে বাড়ি ফিরলেন মোট ১৮ হাজার ৭৩০ জন।

গেল ৮ মার্চ দেশে প্রথম করোনায় সংক্রমিত ব্যক্তি শনাক্তের ঘোষণা আসে। এরপর ১৮ মার্চ প্রথম মৃত্যুর ঘটনা ঘটে।

করোনাভাইরাস বিভাগের পাঠকপ্রিয় খবর