ঢাকা, ০৮ জানুয়ারি বৃহস্পতিবার, ২০২৬ || ২৪ পৌষ ১৪৩২
good-food
১৯

মোস্তাফিজকে বাদ দিতে কোনো আলোচনা হয়নি বিসিসিআইতে

লাইফ টিভি 24

প্রকাশিত: ১৮:১৫ ৬ জানুয়ারি ২০২৬  

আইপিএল থেকে মোস্তাফিজুর রহমানকে বাদ দেওয়ার দাবি জোরাল হচ্ছিল ভারতে। কয়েকটি রাজনৈতিক দলের অন্যতম বিজেপির নেতা কর্মী ও বেশ কজন ধর্মীয় গুরু তো শাহরুখ খানকে ‘দেশদ্রোহী’ বলতেও দ্বিধাবোধ করলেন না। তার দল কলকাতা নাইট রাইডার্স মোস্তাফিজকে নেওয়াতেই এমন কড়া ভাষার আক্রমণ শুনতে হয়েছে তাকে।

তাই তখনই দানা বাঁধছিল কিছু একটা হতে যাচ্ছে। তবে মোস্তাফিজকে আইপিএল থেকে বাদ দেওয়ার নির্দেশনা আসবে এমনটা নাকি কেউই জানতেন না। মোস্তাফিজের সিদ্ধান্ত নিয়ে যেখানে আলোচনা হয়েছে সেখানে বিসিসিআইয়ের সব সদস্য এবং আইপিএল গভর্নিং কাউন্সিলের অনেকেই ছিলেন না বলে জানিয়েছেন বিসিসিআইয়ের এক সূত্র।

নাম প্রকাশে অনিচ্ছুক সেই বিসিসিআই সূত্র ভারতীয় সংবাদ মাধ্যম দ্য ইন্ডিয়ান এক্সপ্রেসকে বলেছেন, ‘‘আমরা মিডিয়ার মাধ্যমে বিষয়টা জানতে পারি। এ নিয়ে কোনো আলোচনা হয়নি। আমাদের কাছ থেকে কোনো পরামর্শও জানতে চাওয়া হয়নি।’’

বোর্ডের শীর্ষ কর্তাদের নির্দেশেই মোস্তাফিজকে বাদ দেওয়া হয়েছে বলে ভারতীয় সংবাদ মাধ্যমটি জানিয়েছে। সেই নির্দেশনা অনুযায়ী গত শনিবার বিসিসিআই সচীব দেবজিৎ সাইকিয়া বলেছেন, ‘‘সাম্প্রতিক ঘটনার কারণে কেকেআরকে বাংলাদেশের খেলোয়াড় মোস্তাফিজুর রহমানকে ছেড়ে দেওয়ার নির্দেশ দিয়েছে বিসিসিআই। বিসিসিআই আরও বলেছে, খেলোয়াড় বদলাতে চাইলে বিসিসিআই সেই অনুমতিও দেবে।’’

পরে কলকাতাও নির্দেশনা অনুযায়ী মোস্তাফিজকে স্কোয়াড থেকে বাদ দিতে বাধ্য হয়। এতে ভারতীয় মুদ্রায় ৯ কোটি ২০ লাখ রুপিতে ফ্র্যাঞ্চাইজির ইতিহাসে বাংলাদেশের সর্বোচ্চ দামী ক্রিকেটার হয়েও খেলতে পারছেন না বাঁহাতি পেসার। এমন ঘটনার পরেই ৩০ বছর বয়সী পেসারের পাশে দাঁড়িয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। নিরাপত্তার ইস্যুতে এখন ভারতে টি-টোয়েন্টি বিশ্বকাপে খেলতে যাবে না বাংলাদেশ। ভেন্যু বদলের দাবি জানিয়ে আইসিসিকে ইতিমধ্যে চিঠিও দিয়েছে বিসিবি। সঙ্গে গতকাল তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় নির্দেশনা দিয়েছে, আইপিএলের সম্প্রচার বন্ধ থাকবে বাংলাদেশে। 

খেলাধুলা বিভাগের পাঠকপ্রিয় খবর