ঢাকা, ২৭ এপ্রিল শনিবার, ২০২৪ || ১৪ বৈশাখ ১৪৩১
good-food
৭১২

যে কারণে মিন্নিকে লাইনে নেয় পুলিশ

লাইফ টিভি 24

প্রকাশিত: ২০:৪২ ১৬ জুলাই ২০১৯  

বরগুনায় শাহনেওয়াজ রিফাত হত্যা মামলার প্রধান সাক্ষী আয়েশা সিদ্দিকা মিন্নিকে মঙ্গলবার সকালে বাবার বাড়ি থেকে জিজ্ঞাসাবাদের জন্য পুলিশ লাইনে নেয়া হয়েছে। মিন্নির বাবা মোজাম্মেল হোসেন কিশোর জানিয়েছেন, আসামি শনাক্ত করার কথা বলে সকালে পুলিশের একটি দল মিন্নিকে পুলিশ লাইনে নিয়ে গেছে।
বরগুনার পুলিশ সুপার (এসপি) মারুফ হোসেন জানান, রিফাত হত্যা মামলার প্রধান সাক্ষী মিন্নি। জবানবন্দি রেকর্ড করার জন্য সে এবং তার পরিবারকে পুলিশ লাইনে আনা হয়েছে। পাশাপাশি আরও কিছু বিষয় জানার আছে।
উল্লেখ্য, ২৬ জুন সকাল সাড়ে ১০টার দিকে বরগুনা সরকারি কলেজের সামনে সন্ত্রাসীরা প্রকাশ্যে রামদা দিয়ে কুপিয়ে গুরুতর আহত করে রিফাত শরীফকে। গুরুতর আহত রিফাতকে ওইদিন বরিশাল শের--বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। বিকেলে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। 

ঘটনায় রিফাতের বাবা দুলাল শরীফ বাদী হয়ে ১২ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত থেকে জনকে আসামি করে বরগুনা থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।

অপরাধ বিভাগের পাঠকপ্রিয় খবর