ঢাকা, ২৬ এপ্রিল শুক্রবার, ২০২৪ || ১৩ বৈশাখ ১৪৩১
good-food
২১৫

রেকর্ড ১৯৭৫ জন করোনা শনাক্ত, আক্রান্ত ৩৫ হাজার

লাইফ টিভি 24

প্রকাশিত: ১৫:৩৭ ২৫ মে ২০২০  

ঈদের দিনেও দেশে ১ হাজার ৯৭৫ জনের শরীরে করোনা ভাইরাসের উপস্থিতি পাওয়ার কথা জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। ফলে এখন পর্যন্ত আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৩৫ হাজার ৫৮৫ জনে। এছাড়া গত ২৪ ঘণ্টায় দেশে আরও ২১ জন মারা গেছেন বলেও জানিয়েছে সংস্থাটি। ফলে ভাইরাসটিতে মোট ৫০১ জন মারা গেলেন।

সোমবার দুপুরে স্বাস্থ্য অধিদফতরের করোনা ভাইরাস বিষয়ক নিয়মিত হেলথ বুলেটিনে এ তথ্য জানানো হয়। বুলেটিন উপস্থাপন করেন অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক (মহাপরিচালকের দায়িত্বপ্রাপ্ত) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা।

তিনি বলেন, ঈদের দিনেও স্বাস্থ্য অধিদফতরের অফিস চালু আছে। ল্যাবগুলোতে সিম্পল পরীক্ষা নিরীক্ষা চলছে।

চীনের উহান শহর থেকে ছড়িয়ে পড়া করোনা ভাইরাস এখন গোটা বিশ্বে তাণ্ডব চালাচ্ছে। এ ভাইরাসে বিশ্বজুড়ে এখন পর্যন্ত আক্রান্ত হয়েছেন ৫৫ লাখ ১৩ হাজারেরও বেশি মানুষ। মৃতের সংখ্যা তিন লাখ ৪৭ হাজার প্রায়।

করোনাভাইরাস বিভাগের পাঠকপ্রিয় খবর