ঢাকা, ২৫ এপ্রিল বৃহস্পতিবার, ২০২৪ || ১২ বৈশাখ ১৪৩১
good-food
৪০৩

রেড জোনে ঢাকার ৪৫ এলাকা: সোমবার থেকে লকডাউন

লাইফ টিভি 24

প্রকাশিত: ২২:১৭ ১৪ জুন ২০২০  

ঢাকা সিটি করপোরেশনের ৪৫টি এলাকাকে রেড জোনে চিহ্নিত করা হয়েছে। করোনা প্রতিরোধে গঠিত কেন্দ্রীয় টেকনিক্যাল কমিটির সভায় এসব এলাকাকে চিহ্নিত করা হয়। 
রেড জোন এলাকায় ১৫ জুন সোমবার থেকে লকডাউন ঘোষণা করা হয়েছে। লকডাউন কার্যকর করতে সেনাবাহিনী ও পুলিশ সমন্বয়ে ব্যাপক তৎপরতার পাশাপাশি স্থানীয় পর্যায়ে স্বেচ্ছাসেবক কমিটি গঠন করা হয়েছে তদারকির জন্য। 
জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন জানিয়েছেন, লকডাউনকৃত এলাকা সাধারণ ছুটির আওতায় থাকবে।ওইসব এলাকা থেকে কেউ বের হতে বা প্রবেশ করতে পারবে না। 
 ঢাকার উত্তর ও দক্ষিণ সিটির মোট ৪৫টি এলাকাকে 'রেড জোন' হিসেবে চিহ্নিত করা হয়েছে। এর মধ্যে ঢাকা উত্তর সিটির ১৭ এবং দক্ষিণ সিটির ২৮টি এলাকা আছে। এছাড়া চট্টগ্রাম সিটি করপোরেশন এলাকার ১১টি এলাকা রেড জোনের মধ্যে পড়েছে। 

উত্তর সিটি করপোরেশনের যে ১৭ এলাকাকে রেড জোন হিসেবে ধরা হয়েছে সেগুলো হলো- মিরপুর, মোহাম্মদপুর, কল্যাণপুর, গুলশান, বাড্ডা, ক্যান্টনমেন্ট, মহাখালী, তেজগাঁও, রামপুরা, আফতাবনগর, মগবাজার, এয়ারপোর্ট, বনশ্রী, রাজাবাজার, উত্তরা।


দক্ষিণ সিটির ২৮টি এলাকা হলো, যাত্রাবাড়ী, ডেমরা, মুগদা, গেন্ডারিয়া, ধানমন্ডি, জিগাতলা, লালবাগ, বাসাবো, শান্তিনগর, পরিবাগ, পল্টন, আজিমপুর, কলাবাগান, রমনা, সূত্রাপুর, মালিবাগ, কোতোয়ালি, টিকাটুলি, মিটফোর্ড, শাহজাহানপুর, মতিঝিল, ওয়ারী, খিলগাঁও, , কদমতলী, সিদ্ধেশ্বরী, লক্ষ্মীবাজার, এলিফ্যান্ট রোড, সেগুনবাগিচা।

করোনাভাইরাস বিভাগের পাঠকপ্রিয় খবর