ঢাকা, ০৬ নভেম্বর বৃহস্পতিবার, ২০২৫ || ২২ কার্তিক ১৪৩২
good-food
৬৩৮

রেণু হত্যা: ৫ কোটি টাকা ক্ষতিপূরণ চেয়ে রিট

লাইফ টিভি 24

প্রকাশিত: ১৮:৫৬ ২৮ জুলাই ২০১৯  

রাজধানীর বাড্ডায় গণপিটুনিতে তাসলিমা বেগম রেণু হত্যার ঘটনায় কোটি টাকা ক্ষতিপূরণ চেয়ে হাইকোর্টে একটি রিট আবেদন করা হয়েছে।
সুপ্রিম কোর্টের আইনজীবী ইশরাত হাসান রিট দায়ের করেন। এতে তাৎক্ষণিক ক্ষতিপূরণ হিসেবে তার পরিবারকে ১৫ দিনের মধ্যে ১০ লাখ টাকা দেয়ার নির্দেশনা চাওয়া হয়েছে। বিচারপতি মইনুল ইসলাম চৌধুরী মো. আশরাফুল কামাল সমন্বয়ে গঠিত একটি হাইকোর্ট বেঞ্চে রিটের ওপর শুনানি হতে পারে।
রিটে মন্ত্রিপরিষদ সচিব, স্বরাষ্ট্র সচিব, আইন সচিব, তথ্য সচিব, পুলিশের আইজি, ডিএমপি কমিশনার বাড্ডা থানার ওসিকে বিবাদী (রেসপনডেন্ট) করা হয়েছে।
গত ২০ জুলাই সকালে রাজধানীর উত্তর-পূর্ব বাড্ডা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ছেলেধরা সন্দেহে গণপিটুনি দিয়ে রেণুকে হত্যা করেন স্থানীয় উপস্থিত লোকজন।
পরে জানা যায়, স্কুলটিতে নিজের চার বছরের মেয়েকে ভর্তি করানোর জন্য তথ্য সংগ্রহ করতে যান তিনি। নিহত রেণুর গ্রামের বাড়ী লক্ষ্মীপুর জেলার রায়পুরে। রাজধানীর মহাখালীতে চার বছরের মেয়ে মাকে নিয়ে থাকতেন তিনি। গুজবের শিকার হয়ে নির্মম মৃত্যু হয় তার। ঘটনায় ব্যাপক প্রতিক্রিয়ার সৃষ্টি হয়।
দুই বছর আগে স্বামীর সঙ্গে রেণুর বিচ্ছেদ হয়। ১১ বছরের এক ছেলেও রয়েছে তার। পরে ঘটনায় বাড্ডা থানায় একটি মামলা করেন নিহতের ভাগ্নে। হত্যাকাণ্ডের ঘটনায় মূল হোতা হৃদয়, এক নারীসহ বেশ কয়েকজনকে গ্রেফতার করেছে পুলিশ।