ঢাকা, ০৬ নভেম্বর বৃহস্পতিবার, ২০২৫ || ২১ কার্তিক ১৪৩২
good-food
৭০৪

রেনুর পরিবারকে কোটি টাকা ক্ষতিপূরণ দিতে রুল

লাইফ টিভি 24

প্রকাশিত: ১৮:৫৪ ২৭ আগস্ট ২০১৯  

রাজধানীর বাড্ডায় গণপিটুনিতে নিহত তাসলিমা বেগম রেনুর পরিবারকে কোটি টাকা ক্ষতিপূরণ দিতে কেন নির্দেশ দেয়া হবে না, জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট।
ক্ষতিপূরণ চেয়ে আনা এক রিটের প্রাথমিক শুনানি নিয়ে বিচারপতি মইনুল ইসলাম চৌধুরী মো. আশরাফুল কামাল সমন্বয়ে গঠিত একটি হাইকোর্ট ডিভিশন বেঞ্চ মঙ্গলবার রুল জারি করে আদেশ দেন।
আদালতে রিট আবেদনের পক্ষে শুনানি করেন আইনজীবী ইশরাত হাসান। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি এটর্নি জেনারেল তুষার কান্তি রায়।
চার সপ্তাহের মধ্যে জননিরাপত্তা বিভাগের সচিব, শিক্ষা সচিব, পুলিশের মহাপরিদর্শক, ডিএমপি কমিশনার, বাড্ডা থানার ওসি, সংশ্লিষ্ট স্কুলের প্রধান শিক্ষক পরিচালনা বোর্ডের সভাপতিকে রুলের জবাব দিতে বলা হয়েছে।
আইনজীবী ইসরাত সাংবাদিকদের বলেন, রাজধানীর বাড্ডায় গণপিটুনিতে নিহত রেনুর বড় বোন নাজমুন নাহার নাজমা এবং আরেক বড় বোনের ছেলে সৈয়দ নাসিরুদ্দিন টিটো ক্ষতিপূরণ চেয়ে রিট আবেদন করেন। সেই রিটের প্রাথমিক শুনানি নিয়ে আদালত তার পরিবারকে অর্থাৎ বাবা আব্দুল মান্নান মা সবুরা খাতুনকে কোটি টাকা ক্ষতিপূরণ দেয়া প্রশ্নে রুল জারি করেছেন।
ছেলের স্কুলের খোঁজখবর নিতে গিয়ে গত ২০ জুলাই একদল উন্মত্ত জনতার হাতে নির্মম বর্বরোচিতভাবে নিহত হন রেনু। ঘটনায় অজ্ঞাত ৪০০-৫০০ জনের বিরুদ্ধে বাড্ডা থানায় হত্যা মামলা করেন নিহতের ভাগ্নে টিটু। মামলায় কয়েকজনকে আটক করা হয়্। কয়েক আসামী আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দিও পেশ করেছেন।