ঢাকা, ১৯ এপ্রিল শুক্রবার, ২০২৪ || ৬ বৈশাখ ১৪৩১
good-food
৬০৬

র‌্যাবকে ১০ কোটির প্রস্তাব দেন জি কে শামীম

লাইফ টিভি 24

প্রকাশিত: ১৯:৫৬ ২২ সেপ্টেম্বর ২০১৯  

যুবলীগ নেতা ও প্রভাবশালী ঠিকাদার গোলাম কিবরিয়া শামীম ওরফে জি কে শামীমের নিকেতনের অফিসে শুক্রবার অভিযান ও তল্লাশি চালায় র‌্যাব। এসময় অভিযান ও তল্লাশি না করার পরিবর্তে ব্যাবের এক কর্মকর্তাকে ১০ কোটি টাকা ঘুষ দেয়ার প্রস্তাব দেন শামীম। তার প্রস্তাবে রাজি না হয়ে অভিযান চালান ব্যাটালিয়নের সদস্যরা। জব্দ করেন নগদ টাকা, সরঞ্জাম, এফডিআরসহ মাদক।
র‌্যাবের লিগ্যাল ও মিডিয়া উইংয়ের পরিচালক লেফটেন্যান্ট কর্নেল মো. সারওয়ার-বিন-কাশেম বলেন, অফিস ও বাসায় অভিযান না চালাতে এবং গ্রেফতার এড়াতে আমাকে ১০ কোটি টাকার ঘুষ প্রস্তাব করেন জি কে শামীম। প্রস্তাব আমলে না নিয়ে আমরা তার কার্যালয়ে অভিযান চালাই। তাকেসহ তার সাত দেহরক্ষীকে গ্রেফতার করি।
তিনি বলেন, টেন্ডারবাজি, চাঁদাবাজি, মানি লন্ডারিংয়ের সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে জি কে শামীমকে গ্রেফতার করে আদালতে সোপর্দ করা হয়। আদালত অধিকতর জিজ্ঞাসাবাদের জন্য তার রিমান্ড মঞ্জুর করেন। এখন ডিবি হেফাজতে রয়েছেন প্রভাবশালী এ ঠিকাদার।
রিমান্ডে নেয়ার আগে শামীমকে জিজ্ঞাসাবাদে করে র‌্যাব। দায়িত্বশীল সূত্র জানায়, জিজ্ঞাসাবাদের পর শামীম গণপূর্ত অধিদফতরের ২০ জন সাবেক সরকারি কর্মকর্তার নাম বলেছেন। যাদের মাসে ২-৫ লাখ টাকা দিতেন তিনি। সরকারি কর্মকর্তারা টাকার বদলে তাকে ঠিকাদারির কাজের টেন্ডার পেতে সাহায্য করতেন।