ঢাকা, ০১ ডিসেম্বর সোমবার, ২০২৫ || ১৭ অগ্রাহায়ণ ১৪৩২
good-food

শাকিব খানের যে কথা মেনে চলেন অপু বিশ্বাস

লাইফ টিভি 24

প্রকাশিত: ১৯:৫০ ১ ডিসেম্বর ২০২৫  

জনপ্রিয় অভিনেত্রী অপু বিশ্বাস আবারও ক্যামেরার সামনে আসছেন। ডিসেম্বরেই রোমান্টিক-অ্যাকশন-থ্রিলার ঘরানার একটি সিনেমার শুটিংয়ে অংশ নেবেন তিনি। এ সিনেমাতে তার বিপরীতে থাকবেন আদর আজাদ।


সম্প্রতি নিজের নতুন ছবি, পেশাগত জীবন ও সোশ্যাল মিডিয়ার নানা আলোচনা নিয়ে সাংবাদিকদের মুখোমুখি হন অপু।


এ সময় ব্যক্তিগত জীবন নিয়ে আসা এক প্রশ্নের জবাবে অপু বিশ্বাস স্পষ্ট করেন, পেশাগত জায়গায় ব্যক্তিগত বিষয় নিয়ে আলোচনা করতে রাজি নন তিনি। অভিনেত্রী জানান, শাকিব খান তাকে ব্যক্তিগত জীবনের কথা পেশাগত জায়গায় না আনার পরামর্শ দিয়েছেন।


অপু বলেন, ‘‘আমাকে উনিই (শাকিব খান) বলেছেন, যে তুমি যখন ক্যামেরার জায়গায় যাবা, তখন তুমি কিন্তু শুধু একজন অপু বিশ্বাস। সো তুমি তোমার প্রফেশনটাকে প্রেজেন্ট করো, ব্যক্তি জায়গা না ‘’


সোশ্যাল মিডিয়ায় বারবার একই বিষয় নিয়ে বিতর্ক তৈরি হওয়া প্রসঙ্গে অভিনেত্রী জানান, তিনি এমন কোনো কথা বলতে চান না যা তাকে বারবার বিতর্কের মুখে ফেলবে।

 

এদিকে অপু এরমধ্যে নতুন সিনেমার প্রস্তুতি হিসেবে ওজন কমিয়ে নতুন লুকে হাজির হয়েছেন। সুন্দর চেহারার রহস্য কী- এমন প্রশ্নের জবাবে অপু বিশ্বাস বলেন, ‘‘আমি যতটুকু জানি, মানুষ নাকি ভালোবাসা পেলে সুন্দর হয়। তো আমি মনে হয় আমার ভক্ত, দর্শক, ভালোবাসার মানুষের ভালোবাসা পেয়েই সুন্দর হয়েছি।’’

বিনোদন বিভাগের পাঠকপ্রিয় খবর