ঢাকা, ০১ ডিসেম্বর সোমবার, ২০২৫ || ১৭ অগ্রাহায়ণ ১৪৩২
good-food

শীতে বাড়তি শক্তি দেবে এই ১০ সুপার ফুড

লাইফ টিভি 24

প্রকাশিত: ১৯:৫২ ১ ডিসেম্বর ২০২৫  

শীত এলেই আমাদের শরীর চায় বাড়তি উষ্ণতা, আর বাড়তি পুষ্টি। ঠান্ডা আবহাওয়া অনেকসময় শরীরে জড়তা, ক্লান্তি আর রোগ প্রতিরোধ ক্ষমতা কমিয়ে দেয়। তাই এই সময়ে এমন খাবার খাওয়া দরকার যেগুলো শরীরকে ভেতর থেকে শক্তিশালী করে, উষ্ণতা দেয় এবং সারাদিন সক্রিয় রাখে। এখানেই গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে সুপারফুডস।

পুষ্টিগুণে ভরপুর খাবারগুলো ভিটামিন, অ্যান্টিঅক্সিডেন্ট ও খনিজে সমৃদ্ধ, যা মেটাবলিজম বাড়ায়, ইমিউনিটি শক্ত করে এবং শীতের দিনে শক্তি ধরে রাখতে সাহায্য করে।


এই শীতে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে সেরা ১০ সুপারফুড

মিষ্টি আলু

কমপ্লেক্স কার্বোহাইড্রেট, বিটা-ক্যারোটিন ও ফাইবারে ভরপুর। দীর্ঘক্ষণ শক্তি ধরে রাখে এবং পেট ভরা অনুভূতি দেয়।

বাদাম ও বীজ

কাজু বাদাম, আখরোট, চিয়া সিড। এগুলো স্বাস্থ্যকর ফ্যাট, প্রোটিন ও ম্যাগনেশিয়ামে সমৃদ্ধ। শক্তি ও ব্রেইন ফাংশন বাড়াতে দারুণ।

শাকসবজি

পালং, সর্ষে শাক আয়রন, ভিটামিন কে ও অ্যান্টিঅক্সিডেন্টে ভরপুর। রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় ও ক্লান্তি কমায়।

সাইট্রাস ফল

কমলা, লেবু ও মাল্টা ভিটামিন সি–তে সমৃদ্ধ। ইমিউনিটি বাড়ায়, ত্বক উজ্জ্বল রাখে।

ওটস

কমপ্লেক্স কার্ব আর সলিউবল ফাইবার থাকায় সারাদিন শক্তি ধরে রাখতে সাহায্য করে। হজমেও সহায়ক।

আদা

উষ্ণতা বাড়ায়, রক্তসঞ্চালন উন্নত করে, গলা ব্যথা কমায় এবং ঠান্ডা–কাশির বিরুদ্ধে লড়াই করে।


পুষ্টিগুণে ভরপুর খাবারগুলো ভিটামিন, অ্যান্টিঅক্সিডেন্ট ও খনিজে সমৃদ্ধ। 
মধু

প্রাকৃতিক এনার্জি বুস্টার। অ্যান্টিঅক্সিডেন্ট ও অ্যান্টিব্যাকটেরিয়াল গুণ গলা ব্যথা ও কাশি কমাতে সাহায্য করে।

রসুন

ইমিউন সিস্টেমকে শক্তিশালী করে এবং শরীরের প্রদাহ কমায়। শীতের সংক্রমণ ঠেকাতে কার্যকর।

ডালিম

অ্যান্টিঅক্সিডেন্ট ও আয়রনে সমৃদ্ধ। রক্তসঞ্চালন ভালো করে, ক্লান্তি কমায়, হার্ট স্বাস্থ্য রক্ষা করে।

ডার্ক চকলেট

অল্প পরিমাণ ডার্ক চকলেট মুড ভালো করে, শক্তি বাড়ায় এবং ফ্লাভোনয়েডের জন্য শরীরকে সতেজ রাখে।

শীত হলো শরীরকে পুষ্টি দেওয়ার দারুণ সময়। মিষ্টি আলু থেকে ডার্ক চকলেট, প্রতিটি সুপারফুড আলাদা উপায়ে শরীরকে শক্তি দেয়, সুস্থ রাখে। সঠিক খাবার ইমিউনিটি বাড়ায়, ক্লান্তি দূর করে এবং শীতকালীন অসুখ থেকে রক্ষা করে।