ঢাকা, ২৯ আগস্ট শুক্রবার, ২০২৫ || ১৪ ভাদ্র ১৪৩২
good-food
১৭৩

শ্রীলঙ্কার কাছে হেরে সেমির স্বপ্ন ক্ষীণ বাংলাদেশের

লাইফ টিভি 24

প্রকাশিত: ১৪:০৬ ১০ অক্টোবর ২০২২  

নারী এশিয়া কাপে বাংলাদেশের জন্য ম্যাচটি মহা গুরুত্বপূর্ণ ছিল। লক্ষ্য ছিল হাতের নাগালেই। কিন্তু ব্যাট হাতে অসহায় আত্মসমর্পণ করলেন টাইগ্রেসরা। বৃষ্টি আইনে জয়ের জন্য টার্গেট ছিল ওভারে মাত্র ৪১ রান। কিন্তু তাও টপকাতে পারল না তারা। ফলে হারের তিক্ত স্বাদ নিয়ে মাঠ ছাড়তে হলো তাদের। এতে সেমিফাইনালে খেলা শঙ্কায় পড়ে গেল।

 

বৃষ্টির আগে ১৮. ওভারে ৮৩ রান করে শ্রীলঙ্কা। এরপর খেলা বন্ধ হয়ে যায়। তাতে ডিএলএস মেথডে নতুন লক্ষ্য পায় বাংলাদেশের মেয়েরা।

 

সোমবার (১০ অক্টোবরসিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে ১০টা ১৮ মিনিটে বৃষ্টি নামে। টানা আধা ঘণ্টা ধরে চলে ভারী বর্ষণ। এতে মাঠ খেলার অনুপযুক্ত হয়ে পড়ে। পরে তা প্রস্তুত করে আবার খেলা শুরুর সময় ঠিক হয় ১১টা ৫০ মিনিটে। সেসময়ই শ্রীলঙ্কার ইনিংস শেষ হয়ে যায়।

 

এরপর শুরুতে ম্যাচের লাগাম নেয় বাংলাদেশের মেয়েরা। ফারিহা তৃষ্ণার জায়গায় এদিন একাদশে ফেরেনঅভিজ্ঞ জাহানারা আলম। যে সিদ্ধান্তের প্রতিদান দ্রুত দেন তিনি। দ্বিতীয় ওভারে চামারি আতাপাত্তুকে বোল্ড করে দেন জাহানারা।

 

পরে হারশিতা সামারাবিক্রমা আনুশকা সঞ্জীবনী ইনিংস গড়ায় মন দেন। কিন্তু একের পর এক ডট বলের চাপ সরাতে পারেননি তারা। ৮ম ওভারে আসে দ্বিতীয় উইকেট। হারশিতাকে কট বিহাইন্ডে ফেরান সানজিদা আক্তার মেঘলা। পরের ওভারে রুমানা আহমেদের বলে ক্যাচ দিয়ে ফেরেন আনুশকা। 

 

সেই রেশে হাসিনি পেরেরাকে তুলে নেন ফাহিমা। আর কাবিশা দিলহারিকে শিকার বানান রুমানা। তবে একপ্রান্ত আগলে ছিলেন নিলাক্ষী ডি সিলভা। ৩১ বলে ২৮ রান করে অপরাজিত থাকেন তিনি।

 

 ম্যাচ জিতলে সেমির পথে অনেকটা এগিয়ে যেত বাংলাদেশ। কিন্তু সেই স্বপ্ন ধূসর হয়ে গেলো।  হারে ম্যাচ শেষে পয়েন্ট নিয়ে পাঁচে থাকল সালমারা। পরের রাউন্ডে যেতে হলে ভারতের কাছে থাইল্যান্ডের হার এবং নিজেদের শেষ ম্যাচে সংযুক্ত আরব আমিরাতকে হারাতে হবে। পাশাপাশি ঠিক রাখতে রান রেটও।

খেলাধুলা বিভাগের পাঠকপ্রিয় খবর