ঢাকা, ১৯ জানুয়ারি সোমবার, ২০২৬ || ৬ মাঘ ১৪৩২
good-food

সবাই আমাকে একটু বেশি শত্রু ভাবে: পরীমণি

লাইফ টিভি 24

প্রকাশিত: ২১:৪৮ ১৯ জানুয়ারি ২০২৬  

নতুন সিনেমার ঘোষণা এলো জনপ্রিয় অভিনেত্রী পরীমণির। রবীন্দ্রনাথের ‘শাস্তি’ গল্প অবলম্বনে নির্মিত একই নামের একটি সিনেমা।

এটির ঘোষণা দিতে সোমবার রাজধানীর একটি পাঁচ তারকা হোটেলে এক সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। এতে পরীমণির পাশাপাশি উপস্থিত ছিলেন অভিনেতা চঞ্চল চৌধুরী ও সিনেমার অন্য কলাকুশলীরা।

সংবাদ সম্মেলনে পরীমণি জানান, কাজ করতে এসে নানা ধরনের সমস্যায় পড়েছেন তিনি। এমনকি সবাই তাকে একটু বেশি শত্রু ভাবে বলেও মন্তব্য করেন।

পরীমণি বলেন, ‘‘সবাই দেখছে যে ইদানীং আমি কাজগুলো করছি তার মধ্যে হিরোই নাই। তো সবাই ভাবছে যে কী ব্যাপার আমি হিরো ছাড়া কাজ কীভাবে করছি এবং কীভাবে শেষ করছি। আবার যখন হিরোদের সঙ্গে কাজ করি তখন দেখা যায় সিনেমার প্রচারের সময় হিরোদেরও পাওয়া যায় না। যদিও এসব আমার বলা উচিত না।’’

‘শাস্তি’ সিনেমা নির্মাণ করছেন লিসা গাজী। চলতি বছরের অক্টোবর-নভেম্বর মাসের দিকে সিনেমাটির শুটিং শুরু হবে।

বিনোদন বিভাগের পাঠকপ্রিয় খবর