ঢাকা, ০৬ নভেম্বর বৃহস্পতিবার, ২০২৫ || ২২ কার্তিক ১৪৩২
good-food
৬৮৯

মগবাজারে দোকানে বিস্ফোরণ

সাংবাদিক শাওন-সুজনসহ আহত ৪

লাইফ টিভি 24

প্রকাশিত: ২৩:৩৯ ২৩ জুলাই ২০১৯  

রাজধানীর মগবাজারে একটি দোকানে বিস্ফোরণের ঘটনায় অনলাইন নিউজ পোর্টাল জাগো নিউজের বিশেষ সংবাদদাতা ফজলুল হক শাওন (৫৪) সহ চার জন মারাত্মক দগ্ধ হয়েছেন। দগ্ধদের মধ্যে আরও এক সাংবাদিক রয়েছেন। তিনি হলেন এসএ টেলিভিশনের বার্তা সম্পাদক মোস্তফা মনোয়ার সুজন (৪৫)।

 

মঙ্গলবার সন্ধ্যা ৭টার দিকে এ ঘটনা ঘটে।

আহতদের দুজনকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইউনিটে ভর্তি করা হয়েছে।

 

আহত ফজলুল হক শাওন জানান, সন্ধ্যায় মগবাজার চৌরাস্তায় তাদের এক বন্ধুর দোকান দেখতে যান। সাটার খুলে বৈদ্যুতিক সুইচ দেয়ার সময় দোকানের ভেতর বিস্ফোরণ ঘটে। এ সময় তারা দগ্ধ হন। পরে পাশের ঘরোয়া হোটেলের এক কর্মচারি তাদেরকে ঢামেক হাসপাতালে নিয়ে আসে।

 

ঢামেক হাসপাতালের বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইউনিটের মেডিকেল অফিসার ডা. মেহেরুন্নেসা লিজা জানান, দুজনের মুখমন্ডলসহ দুই হাত দ্গ্ধ হয়েছে। এর মধ্যে শাওনের শ্বাসনালীসহ ২৪ শতাংশ এবং সুজনের ১১ শতাংশ দগ্ধ হয়েছে।