ঢাকা, ২৫ এপ্রিল বৃহস্পতিবার, ২০২৪ || ১২ বৈশাখ ১৪৩১
good-food
৭৮৬

সাগর-রুনি হত্যা মামলার প্রতিবেদন পেছাল ৬৬ বার

লাইফ টিভি 24

প্রকাশিত: ১৬:২৯ ২৬ জুন ২০১৯  

সাংবাদিক দম্পতি সাগর সরোয়ার-মেহেরুন রুনি হত্যা মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য ৫ আগস্ট দিন ধার্য করেছেন আদালত। এ নিয়ে ৬৬ বারের মত পেছাল বহুল আলোচিত এই হত্যাকাণ্ডের তদন্ত প্রতিবেদন দাখিলের তারিখ।

বুধবার (২৬ জুন) এই মামলার প্রতিবেদন দাখিলের দিন ধার্য ছিল। তবে তদন্ত সংস্থা র‌্যাব প্রতিবেদন দাখিল না করায় ঢাকা মহানগর হাকিম দেবব্রত বিশ্বাস নতুন এ দিন ধার্য করেন।

উল্লেখ্য, ২০১২ সালের ১১ ফেব্রুয়ারি মাছরাঙা টেলিভিশনের বার্তা সম্পাদক সাগর সারোয়ার ও এটিএন বাংলার জ্যেষ্ঠ প্রতিবেদক মেহেরুন রুনি দম্পতি রাজধানীর পশ্চিম রাজাবাজারে নিজ বাসায় খুন হন।

এরপর নিহত রুনির ভাই নওশের আলম রোমান শেরেবাংলা নগর থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। প্রথমে মামলার তদন্ত কর্মকর্তা ছিলেন ওই থানার এক উপ-পরিদর্শক (এসআই)।

চারদিন পর চাঞ্চল্যকর এ হত্যা মামলার তদন্তভার ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) কাছে হস্তান্তর করা হয়। দুই মাসেরও বেশি সময় তদন্ত করে ডিবি রহস্য উদঘাটনে ব্যর্থ হয়।

পরে হাইকোর্টের নির্দেশে একই বছরের ১৮ এপ্রিল হত্যা মামলাটির তদন্তভার র‌্যাবের কাছে হস্তান্তর করা হয়।


খালেদা জিয়ার মুক্তির দাবিতে স্পেনে বিএনপির প্রতিবাদসভা 

আন্তর্জাতিক ডেস্ক : বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়ার মুক্তির দাবিতে বিএনপি স্পেন শাখার উদ্যোগে প্রতিবাদসভা অনুষ্ঠিত হয়েছে। স্থানীয় সময় (২৫ জুন) রাতে মাদ্রিদের একটি রেস্তোরাঁয় প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়।

প্রতিবাদ সভায় সভাপতিত্ব করেন বিএনপি স্পেন শাখার সভাপতি খোরশেদ আলম মজুমদার। ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক এমএইচ সোহেল ভূঁইয়ার পরিচালনায় অনুষ্ঠিত প্রতিবাদ সভার শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন রুবেল সামাদ।

সভায় স্বাগত বক্তব্য রাখেন ফ্রান্স যুবদলের সাংগঠনিক সম্পাদক শাওন আহমেদ। বক্তব্য দেন মোজাম্মেল হক, সুহেল আহমদ শামসু, রমিজ উদ্দিন, নাজমুল ইসলাম নাজু, হেমায়েত খান, আকবর শেঠ, ছায়েদ মিয়া, ছালাউদ্দিন, কামরুল ইসলাম ও আজহার মিয়া।

এসময়  মিল্টন ভূঁইয়া কচি, আবু জাফর রাসেল, সৈয়দ মাছুদুর রহমান নাছিম, শামীম আহমেদ, ইউনুছ আলী, জাকির চৌধুরী প্রমুখ উপস্থিত ছিলেন।

সভাপতির বক্তব্যে খোরশেদ আলম মজুমদার বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে রাজনৈতিক প্রতিহিংসার বশে কারাগারে আবদ্ধ করে রাখা হয়েছে অভিযোগ করে অবিলম্বে তার নি:শর্ত মুক্তি ও সুচিকিৎসার দাবি জানান।