ঢাকা, ১৪ অক্টোবর মঙ্গলবার, ২০২৫ || ২৮ আশ্বিন ১৪৩২
good-food
৫০০

সিনহা হত্যা: তদন্ত কমিটির সুপারিশ বাস্তবায়ন করবে সরকার

লাইফ টিভি 24

প্রকাশিত: ১৫:৫৬ ৭ সেপ্টেম্বর ২০২০  

স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল বলেছেন, পুলিশের গুলিতে মেজর (অবসরপ্রাপ্ত) সিনহা নিহত হওয়ার ঘটনায় তদন্ত কমিটি প্রতিবেদন জমা দিয়েছে। 
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে  সোমবার দুপুরে তদন্ত প্রতিবেদন সম্পর্কে কথা বলেন স্বরাষ্ট্রমন্ত্রী।

 
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘পুলিশের গুলিতে অবসরপ্রাপ্ত মেজর সিনহা মোহাম্মদ রাশেদ নিহত হওয়ার ঘটনা তদন্তে যে কমিটি করা হয়েছে, সে কমিটি আমাদের কাছে রিপোর্ট দিয়েছে। আমরা এটা এখনো খুলে দেখিনি। আমরা এ তদন্ত প্রতিবেদন আদালতে জমা দেব। আদালত এ বিষয়ে সিদ্ধান্ত নেবেন।’ এর আগে কমিটির প্রধান মিজানুর রহমান প্রতিবেদনটি স্বরাষ্ট্রমন্ত্রীর হাতে তুলে দেন।

 স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘আমরা কমিটিকে কিছু গাইডলাইন  দিয়েছি। হত্যার কারণ উদঘাটন করে এ ধরনের ঘটনা যাতে আর না ঘটে, তার জন্য সুপারিশ দিতে বলা হয়েছে। কমিটির সুপারিশ আমরা বাস্তবায়ন করব।’

বাংলাদেশ বিভাগের পাঠকপ্রিয় খবর