ঢাকা, ০৭ জানুয়ারি বুধবার, ২০২৬ || ২৩ পৌষ ১৪৩২
good-food
২১

সোয়েটার কি ত্বকে র‍্যাশ তৈরি করছে? কারণ জানুন

লাইফ টিভি 24

প্রকাশিত: ১৭:৪৬ ৫ জানুয়ারি ২০২৬  

শীত এলেই সোয়েটার আমাদের দৈনন্দিন পোশাকের অবিচ্ছেদ্য অংশ হয়ে ওঠে। কিন্তু অনেকেই অভিযোগ করেন- সরাসরি ত্বকের ওপর সোয়েটার পরলেই গা চুলকায়, লালচে হয়ে যায় বা ছোট ছোট র‍্যাশ দেখা দেয়।

প্রশ্ন হলো, সোয়েটার কি সত্যিই ত্বকের ক্ষতি করছে? নাকি সমস্যা অন্য কোথাও?

ডার্মাটোলজিস্ট ডা. সুনীল কুমার প্রভু (কনসালট্যান্ট, অ্যাস্টার আরভি হাসপাতাল) জানাচ্ছেন, কিছু ক্ষেত্রে সোয়েটার ত্বকে সমস্যা তৈরি করতেই পারে, তবে সব সময় তা অ্যালার্জি নয়।

সাধারণ ঘর্ষণ থেকেই সমস্যা

সবচেয়ে সাধারণ কারণ হলো মেকানিক্যাল ইরিটেশন। বিশেষ করে উলের মতো রুক্ষ ফাইবার ত্বকের সঙ্গে ঘষা খেলে লালচে ভাব, চুলকানি বা র‍্যাশ হতে পারে। যাদের ত্বক সংবেদনশীল, যাদের একজিমা আছে বা যাদের ত্বক শুষ্ক- তারা এই সমস্যায় বেশি ভোগেন।

অ্যালার্জিও হতে পারে

কিছু মানুষের ক্ষেত্রে সমস্যা আরও গভীর। ডা. প্রভু জানান, উল, রং বা কাপড় প্রক্রিয়াজাতকরণে ব্যবহৃত রাসায়নিকের কারণে অ্যালার্জিক কনট্যাক্ট ডার্মাটাইটিস হতে পারে। আবার সোয়েটার শরীরের তাপ ও ঘাম আটকে রাখে, যা ব্যাকটেরিয়া ও ছত্রাক বৃদ্ধির জন্য উপযোগী পরিবেশ তৈরি করে।

উলের সঙ্গে ঘষা খেলে লালচে ভাব, চুলকানি বা র‍্যাশ হতে পারে।

জ্বালা না অ্যালার্জি—চেনা যাবে কীভাবে?

সব র‍্যাশ এক রকম নয়।

• সাধারণ জ্বালা সাধারণত রুক্ষ বা টাইট পোশাক পরার সঙ্গে সঙ্গেই শুরু হয়। এটি পোশাকের সংস্পর্শে থাকা জায়গাতেই সীমাবদ্ধ থাকে এবং সোয়েটার খুলে ফেললে কয়েক ঘণ্টার মধ্যে সেরে যায়।

• অ্যালার্জিক প্রতিক্রিয়া সাধারণত বারবার একই পোশাক ব্যবহারের পর দেখা দেয়। এতে তীব্র চুলকানি, লাল ভাব, ফোলা ভাব এমনকি ছোট ফোসকাও হতে পারে। অনেক সময় এটি পোশাকের সংস্পর্শের বাইরে ছড়িয়ে পড়ে এবং সারতে সময় লাগে।

শীতে সোয়েটার পরবেন যেভাবে

যাদের ত্বক সংবেদনশীল বা একজিমা-প্রবণ, তাদের জন্য সতর্কতা জরুরি।

• সোয়েটারের নিচে সুতির ইনার পরুন

• রুক্ষ উলের বদলে ফাইন মেরিনো উল, কটন ব্লেন্ড, বাঁশ ফাইবার বা ফ্লিস বেছে নিন

• নতুন সোয়েটার পরার আগে অবশ্যই ধুয়ে নিন, এতে রং ও রাসায়নিক অনেকটাই দূর হয়

• নিয়মিত ময়েশ্চারাইজার ব্যবহার করে ত্বকের সুরক্ষা স্তর মজবুত রাখুন

• অতিরিক্ত গরম এড়িয়ে চলুন

যদি সোয়েটার পরার পর চুলকানি বা লালচে ভাব শুরু হয়, দেরি না করে সোয়েটার খুলে ফেলাই সবচেয়ে ভালো—না হলে সমস্যা আরও বাড়তে পারে।

শীতে আরামদায়ক পোশাকই হোক ত্বকের জন্য নিরাপদ।

লাইফস্টাইল বিভাগের পাঠকপ্রিয় খবর