ঢাকা, ২৭ এপ্রিল শনিবার, ২০২৪ || ১৩ বৈশাখ ১৪৩১
good-food
৭২৩

স্বাস্থ্যের জন্য দইয়ের চেয়ে ঘোল ভালো

লাইফ টিভি 24

প্রকাশিত: ১৮:৪৪ ৭ সেপ্টেম্বর ২০২০  

দই সবার কাছে পরিচিত। কিন্তু ঘোল নতুন প্রজন্মের কাছে তেমন পরিচিত নয়। তবে যারা সকালে মর্নিং ওয়ার্কে বের হন, তারা ঠিকই চিনেন এটি।  এসময় বিভিন্ন মোড়ে ঘোল-মাঠা নিয়ে বসেন বিক্রেতারা। অবশ্য আগে মিষ্টির দোকানের একটি আইটেম ছিল এ পানীয়। 
দই-ঘোল দুটিই শরীরের জন্য উপকারী। দই থেকেই তৈরি হয় ঘোল। তবে দইয়ের চেয়ে এক গ্লাস ঘোল স্বাস্থ্যের পক্ষে বেশি ভালো। জেনে নিন সেসব উপকারিতার কথা- 
#দই পাতলা করে বানানো হয় ঘোল। স্বাভাবিকভাবেইেএটি অনেক সহজে হজম হয়। জলীয় উপাদান বেশি থাকায় দইয়ের চেয়ে শরীর বেশি হাইড্রেট করে ঘোল। 
#তেল-মশলাযুক্ত খাবার খাওয়ার পর এক গ্লাস ঘোল পাকস্থলীকে আরাম দেয়। মশলাদার খাবার হজম করতে সাহায্য করে এ পানীয়।
#শরীরের অতিরিক্ত চর্বি গলাতে সাহায্য করে ঘোল।
#দুধ খেলে সমস্যা হয়-এমন মানুষও ঘোল খেতে পারেন। যারা ল্যাকটোস ইনটলারেন্ট, তারা ক্যালসিয়ামের জন্য নিয়মিত এটি খেতে পারেন।
#ঘোলে বিদ্যমান ভিটামিট দেহের জন্য অত্যন্ত উপকারী।
#উচ্চ রক্তচাপে ভোগা মানুষদের জন্য দারুণ উপকারী ঘোল।
# এতে রয়েছে প্রচুর পরিমাণে অ্যান্টিভাইরাল, অ্যান্টিব্যাকটেরিয়াল ও অ্যান্টিক্যান্সার উপাদান। ফলে নিয়মিত ঘোল খেলে রোগ-প্রতিরোধ ক্ষমতা বাড়ে। অসুখ-বিসুখ কম হয়।
উল্লেখ্য, যাদের ডায়েটে ফ্লুইড রেস্ট্রিকশন রয়েছে, তাদের জন্য দই বেশি কার্যকরী। এছাড়া যারা পুষ্টিহীনতায় ভুগছেন, তারা ঘোল না খেয়ে এটি খাবেন।