ঢাকা, ২০ এপ্রিল শনিবার, ২০২৪ || ৭ বৈশাখ ১৪৩১
good-food
৫৪২

হ্যান্ড স্যানিটাইজারের দাম বাড়ালেই ব্যবস্থা

লাইফ টিভি 24

প্রকাশিত: ২২:০৮ ৯ মার্চ ২০২০  

দেশে উৎপাদনকারী সাত ওষুধ কোম্পানির উৎপাদিত হ্যান্ড স্যানিটাইজারের মূল্য নির্ধারণ করে দিয়েছে ওষুধ প্রশাসন অধিদফতর।
গেল রোববার দেশে প্রথমবারের মতো করোনা ভাইরাসে আক্রান্ত তিনজন রোগী শনাক্ত হয়। এরপর বাজারে হ্যান্ড স্যানিটাইজারের মূল্য হঠাৎ বেড়ে যায়। বিভিন্ন গণমাধ্যমে এ-সংক্রান্ত প্রতিবেদন প্রকাশিত হয়। পরিপ্রেক্ষিতে হ্যান্ড স্যানিটাইজার উৎপাদনকারী প্রতিষ্ঠানগুলোর সঙ্গে আলাপ-আলোচনা করে মূল্য নির্ধারণ করে ওষুধ প্রশাসন অধিদফতর।
ওষুধ প্রশাসন অধিদফতরের মহাপরিচালক মেজর জেনারেল মো. মাহবুবুর রহমান জানান, বেঁধে দেয়া মূল্যের চেয়ে অধিক মূল্যে হ্যান্ডসেট বিক্রি করলে, তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। কোম্পানিগুলোর সঙ্গে আলোচনাকালে জানতে পেরেছি দেশে পর্যাপ্ত হ্যান্ডসেটের কাঁচামাল মজুত আছে। 
খুচরা বিক্রেতাদের একসঙ্গে কোনো ব্যক্তির কাছে একটির বেশি হ্যান্ড স্যানিটাইজার বিক্রি করতে নিষেধ করেন তিনি। সোমবার ওষুধ প্রশাসন অধিদফতরের মহাপরিচালক স্বাক্ষরিত গণবিজ্ঞপ্তি জারি করা হয়।