ঢাকা, ২৫ এপ্রিল বৃহস্পতিবার, ২০২৪ || ১২ বৈশাখ ১৪৩১
good-food
৭৯৩

৭ দিনের রিমান্ডে ‘ক্যাসিনো খালেদ’

লাইফ টিভি 24

প্রকাশিত: ২২:০১ ১৯ সেপ্টেম্বর ২০১৯  

রাজধানীর ফকিরাপুলের ইয়ংমেন্স ক্লাব ক্যাসিনোর মালিক এবং ঢাকা দক্ষিণ যুবলীগের সাংগঠনিক সম্পাদক খালেদ মাহমুদ ভুঁইয়ার ৭ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। 
এর আগে বৃহস্পতিবার সন্ধ্যায় তাকে গুলশান থানা থেকে আদালতে নেয়া হয়। তার বিরুদ্ধে অস্ত্র ও মাদক আইনে তিনটি মামলা করা হয়েছে। দুপুর আড়াইটায় অস্ত্র-গুলি ও মাদকসহ আটক খালেদকে থানায় হস্তান্তর করে র‌্যাব-৩ ব্যাটালিয়ন।
অবৈধ অস্ত্র, মাদক ও ক্যাসিনো চালানোর অভিযোগে বুধবার রাতে খালেদ মাহমুদ ভূঁইয়াকে অস্ত্রসহ গ্রেফতার করে র‌্যাব। পর তাকে র‌্যাব-৩ এর কার্যালয়ে নিয়ে যাওয়া হয়। গ্রেফতারের সময় তার বাড়ি থেকে ৪০০ পিস ইয়াবা, লকার থেকে ১ হাজার, পাঁচশ ও পঞ্চাশ টাকার বেশ কয়েকটি বান্ডিল উদ্ধার করা হয়। গণনার পর সেগুলোর হিসাব দাঁড়ায় ১০ লাখ ৩৪ হাজার টাকা। এছাড়া ডলারেরও বান্ডিল পাওয়া যায়। টাকায় তা ৫-৬ লাখ টাকা।
খালেদের কাছ থেকে মোট ৩টি অস্ত্র উদ্ধার করা হয়। যার একটি লাইসেন্সবিহীন, অপর দুইটি লাইসেন্সের শর্তভঙ্গ করে রাখা ছিল। রাতভর জিজ্ঞাসাবাদে মতিঝিলে ক্যাসিনো পরিচালনার বিষয়টি যুবলীগের সম্রাট, মতিঝিল থানা পুলিশ, মতিঝিল জোন, পুলিশ সদর দফতর এবং ডিএমপি সদরদফতরের কর্মকর্তারা জানতেন বলে দাবি করেন তিনি।