ঢাকা, ০৬ অক্টোবর সোমবার, ২০২৫ || ২১ আশ্বিন ১৪৩২
good-food
২৬

অনির্দিষ্টকালের জন্য অনশনে ফ্লোটিলার অভিযাত্রীরা

লাইফ টিভি 24

প্রকাশিত: ০১:৪৮ ৪ অক্টোবর ২০২৫  

ইসরায়েলের বাহিনীর হাতে আটক গ্লোবাল সুমুদ ফ্লোটিলার অভিযাত্রীরা অনির্দিষ্টকালের জন্য অনশন শুরু করেছেন। শুক্রবার এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে আন্তর্জাতিক কমিটি ফর ব্রেক দ্য সিজ অব গাজা।

 

কমিটি জানিয়েছে, “আন্তর্জাতিক জলসীমায় হামলার শিকার হওয়া ফ্লোটিলার নৌযানগুলিতে আটক সক্রিয় কর্মীরা ঘোষণা করেছেন যে তারা আটক হওয়ার মুহূর্ত থেকেই একটি অনির্দিষ্টকালের অনশন শুরু করেছেন।”

 

গত বৃহস্পতিবার ইসরায়েলের নৌবাহিনী মানবিক ফ্লোটিলার ৪৪টি জাহাজের প্রায় সবকটিকে আক্রমণ ও দখল করে এবং ৫০টির বেশি দেশ থেকে আসা ৪৫০-এর বেশি কর্মীকে আটক করে। ফ্লোটিলার লক্ষ্য ছিল গাজায় মানবিক সহায়তা পৌঁছে দেওয়া এবং ইসরায়েলের অবরোধ ভাঙা।

 

ইসরায়েল প্রায় ১৮ বছর ধরে প্রায় ২৪ লাখ মানুষের বসবাসকৃত গাজায় এই অবরোধ চালিয়ে আসছে। অক্টোবর ২০২৩ থেকে ইসরায়েলের হামলায় ৬৬ হাজার ২০০-এর বেশি ফিলিস্তিনী নিহত হয়েছে। তাদের মধ্যে বেশিরভাগই নারী ও শিশু। 

 

জাতিসংঘের সংস্থা এবং মানবাধিকার গোষ্ঠীগুলো বারবার সতর্ক করেছে যে, গাজা অবাসযোগ্য হয়ে উঠছে এবং সেখানে ক্ষুধা ও রোগ দ্রুত ছড়াচ্ছে। গাজার বাসিন্দাদের জন্য ত্রাণসামগ্রী নিয়ে স্পেনের বন্দর থেকে গাজার উপকূলের দিকে যাত্রা শুরু করেছিল ‘গ্লোবাল সুমুদ ফ্লোটিলা’ মিশনের অন্তর্ভুক্ত ৪৩টি নৌযান। 

 

সুইডেনের নাগরিক এবং আন্তর্জাতিক পরিবেশ আন্দোলন কর্মী গ্রেটা থুনবার্গ, দক্ষিণ আফ্রিকার বর্ণবাদবিরোধী নেতা নেলসন ম্যান্ডেলার নাতি মান্ডলা ম্যান্ডেলাসহ ৪৪টি দেশের অন্তত পাঁচশ নাগরিক রয়েছেন ফ্লোটিলার এই মিশনে। বাংলাদেশ থেকে অংশ নিয়েছেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন ফটোগ্রাফার ও অধিকারকর্মী শহিদুল আলম।

 

কিন্তু গাজার জলসীমায় কাছাকাছি যাওয়ার পরপরই একটি বাদে সব নৌযানে হামলা করে ইসরায়েলের নৌবাহিনী। বুধবার, বৃহস্পতিবার সর্বশেষ শুক্রবার সকালে এই নৌযানগুলো আটকের ঘটনা ঘটে। খবর: আনাদুলু এজেন্সি

বিশ্ব বিভাগের পাঠকপ্রিয় খবর