ঢাকা, ২৯ সেপ্টেম্বর শুক্রবার, ২০২৩ || ১৪ আশ্বিন ১৪৩০
good-food
১৬২

অনুমতি ছাড়া সৌদিতে যাওয়ায় মেসিকে নিষিদ্ধ করল পিএসজি

লাইফ টিভি 24

প্রকাশিত: ১৫:৪৩ ৩ মে ২০২৩  

বিনা অনুমতিতে সৌদি আরব ভ্রমণ করায় ফুটবল তারকা লিওনেল মেসিকে দুই সপ্তাহের জন্য সাময়িক নিষিদ্ধ করেছে তার ক্লাব প্যারিস সেন্ট জার্মেই। পিএসজি তাকে জরিমানাও করেছে । 
নিষেধাজ্ঞার কারণে টোরিয়েস এবং আজাক্কোর বিরুদ্ধে ম্যাচে খেলতে পারবেন না মেসি। 

রবিবার নিজেদের মাঠে লরিয়েনের কাছে পিএসজির পরাজয়ের পর সৌদি আরবে গিয়েছিলেন মেসি। ওই ম্যাচে তিনি পুরো সময় খেলেছিলেন। সাময়িক নিষিদ্ধ থাকার সময় পিএসজির হয়ে প্রশিক্ষণ বা খেলতে পারবেন না আর্জেন্টাইন ক্যাপ্টেন।


লিওনেল মেসি বর্তমানে সৌদি আরবের পর্যটন দূত হিসাবে কাজ করছেন। সেই চুক্তির আওতায় দায়িত্ব পালনের জন্য সৌদি আরবে গিয়েছিলেন।  এই ফুটবল তারকা বাণিজ্যিক কাজেই সৌদি আরবে যাওয়ার জন্য অনুমতি চেয়েছিলেন, কিন্তু সেটি নাকচ করা হয়।

বিশ্বকাপ বিজয়ী এই ফুটবল তারকার সঙ্গে পিএসজির দু বছরের চুক্তি রয়েছে, যা এই গ্রীষ্মেই শেষ হয়ে যাবে। বার্সেলোনার ভাইস-প্রেসিডেন্ট রাফায়েল ইয়োস্তে গত মার্চ মাসে দাবি করেছিলেন যে, পুনরায় এই ক্লাবে ফিরে আসার ব্যাপারে মেসির সঙ্গে তাদের কথা হচ্ছে।

পিএসজিতে যাওয়ার পর ৭১টি ম্যাচে ৩১টি গোল করেছেন মেসি এবং ৩৪ টি গোল দিতে সহায়তা করেছেন। গত মৌসুমে লিগ ওয়ান শিরোপাও জয় করেছিলেন।