ঢাকা, ২৪ আগস্ট রোববার, ২০২৫ || ৯ ভাদ্র ১৪৩২
good-food
১১৮৫৮

আপনার ভোট কেন্দ্র কোথায়, জানবেন যেভাবে

লাইফ টিভি 24

প্রকাশিত: ১০:৫৬ ৩০ জানুয়ারি ২০২০  

ঢাকা সিটি নির্বাচনে ভোট দিয়ে রাজধানীর ভোটাররা নির্বাচিত করবেন তাদের নতুন মেয়র আর কাউন্সিল। কিন্তু ভোট দিতে যাওয়ার আগে নিজের ভোটার নম্বর আর কেন্দ্রের নামটি জানা চাই।


১ ফেব্রুয়ারি শনিবার সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত একটানা ভোট চলবে। ঢাকা উত্তরে  ১ হাজার ৩১৮টি এবং দক্ষিণে  ১ হাজার ১৫০টি কেন্দ্রে এই ভোট হবে ইভিএমে। 


ইভিএম প্রকল্পের অপারেশন প্ল্যানিং অ্যান্ড কমিউনিক্যাশন অফিসার ইন চার্জ স্কোয়াড্রন লিডার কাজী আশিকুজ্জামান জানান, ভোটাররা ৫ ভাবে তাদের কেন্দ্রের নাম ও ভোটার নম্বর জানতে পারবেন।


এসএমএস :  

 

একজন ভোটার মোবাইল ফোনের এসএমএস অপশনে গিয়ে  ‘PC NID নম্বর’  লিখে ১০৫-এ পাঠালে ফিরতি এসএমএসে তার কেন্দ্রের নাম ও ভোটার নম্বর পেয়ে যাবেন।


যেমন কারও এনআইডি নম্বর যদি  1234567890 হয়, তাকে এসএমএসে লিখতে হবে PC1234567890, তারপর পাঠাতে হবে 105 নম্বরে।

 


অ্যাপ :

 

ভোটকেন্দ্র খুঁজে পাওয়ার জন্য একটি মোবাইল অ্যাপ চালু করেছে নির্বাচন কমিশন।

https://services.nidw.gov.bd/resources/forms/PollingCenter.apk  - এই লিংক থেকে অ্যাপটি ডাউনলোড করা যাবে।  সেখানেই পাওয়া যাবে বাকি নির্দেশনা।

 


ওয়েবসাইট :

 

নির্বাচন কমিশনের এনআইডি উইংয়ের ওয়েবসাইটে বা  https://services.nidw.gov.bd/voter_center
 -  এই ওয়েব লিংকে গিয়ে যে কেউ তার ভোটকেন্দ্র ও ভোটার নম্বর জানতে পারবেন।

 


ফোন :

 

নির্বাচন কমিশনের কলসেন্টারে ১০৫ নম্বরে ফোন করেও ভোটার তার তথ্য জানতে পারবেন। সকাল ৮টা থেকে রাত ৮টা পর্যন্ত কল করে এই সেবা পাওয়া যাবে।

 


কিউ আর কোড :

 

নিচের দুটো QR কোড স্ক্যান করেও নির্দিষ্ট লিংকে প্রবেশ করে ভোট কেন্দ্রের তথ্য জানতে পারবেন ভোটাররা।

 

কাজী আশিকুজ্জামান জানান, প্রতিটি ভোটকেন্দ্রে ভোটার তালিকা অনুযায়ী কক্ষ বিন্যাসের ব্যানার থাকবে।

 

ভোটারদের সুবিধার জন্য আধৃুনিক সব ধরনের ব্যবস্থা-ই নেয়া হয়েছে এবারের ঢাকা সিটি করপোরেশন নির্বাচনে। 

ভোটের সব খবর বিভাগের পাঠকপ্রিয় খবর