ঢাকা, ০৯ জানুয়ারি শুক্রবার, ২০২৬ || ২৬ পৌষ ১৪৩২
good-food
১৮১

ইরানের সঙ্গে যুদ্ধের পর অস্ত্র সংকটে ইসরায়েল

লাইফ টিভি 24

প্রকাশিত: ২৩:৩০ ২৫ জুন ২০২৫  

ইরানের সঙ্গে ১২ দিনের যুদ্ধের পর ইসরায়েলের সামরিক বাহিনী কিছু গুরুত্বপূর্ণ অস্ত্রের ঘাটতির মুখে পড়েছে। এনবিসি নিউজের এক প্রতিবেদনে এই তথ্য জানা গেছে।

 

মার্কিন তিনজন কর্মকর্তার উদ্ধৃতি দিয়ে বলা হয়, নাম প্রকাশে অনিচ্ছুক দুই মার্কিন কর্মকর্তা জানিয়েছেন-ইসরায়েল বর্তমানে গোলাবারুদ ও অস্ত্র মজুদে সংকটে পড়েছে।

 

এই খবর এমন সময় প্রকাশ পেলো যখন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মধ্যস্থতায় ইরান ও ইসরায়েলের মধ্যে একটি ভঙ্গুর যুদ্ধবিরতি কার্যকর রয়েছে।তবে এখন পর্যন্ত ইসরায়েল কর্তৃপক্ষ এই বিষয়ে কোনো মন্তব্য করেনি।

 

প্রসঙ্গত, প্রতিবছর ইসরায়েলকে বিলিয়ন ডলারের সামরিক সহায়তা দিয়ে থাকে যুক্তরাষ্ট্র। গত ১৩ জুন ইরানে একতরফা সামরিক অভিযান শুরু করে ইসরায়েল।এরপর ইরান থেকে ছোড়া ক্ষেপণাস্ত্র প্রতিরোধে দেশটিকে সহযোগিতা করেছে মার্কিন কর্তৃপক্ষ।