ঢাকা, ১৩ সেপ্টেম্বর শনিবার, ২০২৫ || ২৮ ভাদ্র ১৪৩২
good-food
৭৪৯

এয়ারপোর্টে হুইলচেয়ারে একা মুহিত !

লাইফ টিভি 24

প্রকাশিত: ১২:৪৫ ১৯ জানুয়ারি ২০১৯  

ছবি সংগৃহীত

ছবি সংগৃহীত

নির্বাচনের আগেও যখন তিনি আসতেন ভিড় লেগে থাকতো এয়ারপোর্টে, নেতাদের স্লোগান, ফুল কিছুই দেখা যায় নি শুক্রবার।


ভিআইপি লাউঞ্জে পড়ে যেত হুড়োহুড়ি-ধাক্কাধাক্কি। গলা ফাটানো স্লোগানে স্লোগানে মূখর হয়ে উঠতো বিমানবন্দর এলাকা। মোটর শোভাযাত্রা সহকারে তাকে নিয়ে আসা হতো বাসায়। সেই আবুল মাল আবদুল মুহিত (সাবেক অর্থমন্ত্রী)  শুক্রবার যখন সিলেট ফিরলেন তখন তার হুইল চেয়ারে ধরার মতোও ছিল না কেউ।  সাবেক এপিএস জনিকে নিয়ে একা একাই ওসমানী বিমানবন্দর ত্যাগ করেন তিনি।

শুক্রবার বেলা ১টা ৫০ মিনিটে নভোএয়ারের একটি ফ্লাইটে ঢাকা থেকে সিলেট আসেন সাবেক অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত। বিমান থেকে নেমে হুইল চেয়ারে করে তাকে নিয়ে আসা হয় ভিআইপি লাউঞ্জে। জনশূণ্য ভিআইপি লাউঞ্জ বেশ& অপরিচিতই মনে হচ্ছিল মুহিতের কাছে।


এয়ারপোর্ট পৌছে পরিচিতমুখগুলো না দেখায় কিছুটা হতাশই মনে হচ্ছিল । এতোদিন যাদেরকে কাছের মানুষ যাদের ভাবতেন তাদের এত দ্রুত পরিবর্তন হয়ত ভাবতে পারেন নি। 


বাফুফের কার্যনির্বাহী সদস্য ও জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক মাহি উদ্দিন আহমদ সেলিম ভিআইপি লাউঞ্জের গেটে তাঁকে রিসিভ করেন। পরে সাবেক অর্থমন্ত্রী মুহিত বিমানবন্দর থেকে চলে আসেন সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে। সেখানে বসে দেখেন সিলেট সিক্সার্স ও ঢাকা ডায়নামাইটসের ম্যাচ।