ঢাকা, ০৬ জুলাই রোববার, ২০২৫ || ২১ আষাঢ় ১৪৩২
good-food
৫২৫

করোনার দ্বিতীয় ঢেউ: নিউইয়র্কের সব স্কুল বন্ধ

লাইফ টিভি 24

প্রকাশিত: ০৯:৩৭ ১৯ নভেম্বর ২০২০  

করোনার দ্বিতীয় ঢেউ মোকাবিলায় আবারও যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক শহরের সব স্কুল বন্ধ ঘোষণা করা হয়েছে। বৃহস্পতিবার থেকে অনির্দিষ্টকালের জন্য স্কুল বন্ধের নির্দেশ দেয়া হয়েছে। 

 

১৮ নভেম্বর নিউইয়র্ক সিটি স্কুলের চ্যান্সেলর রিচার্ড কারানজা স্বাক্ষরিত চিঠিতে বলা হয়, পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত শহরের সব স্কুল বন্ধ থাকবে এবং অচিরেই অনলাইনের মাধ্যমে পাঠদান কর্মসূচি শুরু করা হবে।

 

নিউইয়র্কের মেয়র বিল ডি ব্লেসিও বলেছেন, এ সিদ্ধান্তে কেউ খুশি নন। আমরা আসলেই এর জন্য অত্যন্ত দুঃখ প্রকাশ করছি। আমি অভিভাবক, শিক্ষক, কর্মকর্তা-কর্মচারী ও শিশুদের প্রতি জোর দিয়ে বলতে চাই, শিগগির আমরা ফিরে আসব।

 

গত মার্চে করোনা প্রাদুর্ভাবের শুরুতে নিউইয়র্কের সব স্কুল বন্ধ ঘোষণা করে কর্তৃপক্ষ। দুই মাস আগে ওই নিষেধাজ্ঞা তুলে নেয়া হয়েছিল। এখন করোনা সংক্রমণের মাত্রা বাড়তে থাকায় ফের স্কুল বন্ধ রাখার সিদ্ধান্ত নেয়া হলো।

 

বিবিসির খবরে বলা হয়েছে, করোনায় আক্রান্ত হয়ে নিউইয়র্ক শহরে এখন পর্যন্ত প্রায় ৩৫ হাজার মানুষ মারা গেছেন।

বিশ্ব বিভাগের পাঠকপ্রিয় খবর