ঢাকা, ০৬ অক্টোবর সোমবার, ২০২৫ || ২১ আশ্বিন ১৪৩২
good-food
২৫

খাগড়াছড়ির সহিংসতায় জড়িত থাকার অভিযোগ অস্বীকার দিল্লির

লাইফ টিভি 24

প্রকাশিত: ০১:৪০ ৪ অক্টোবর ২০২৫  

সম্প্রতি স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী অভিযোগ করেন, খাগড়াছড়িকে অশান্ত করার পেছনে ভারত বা ফ্যাসিস্টের ইন্ধন আছে। স্বরাষ্ট্র উপদেষ্টার এই অভিযোগকে প্রত্যাখ্যান করেছে দিল্লি। ভারতের পররাষ্ট্রমন্ত্রণালয় অভিযোগ করেছে যে, বাংলাদেশের অন্তর্বর্তী সরকার আইনশৃঙ্খলা বজায় রাখতে ব্যর্থ এবং নিয়মিতভাবে অন্যদের দোষারোপ করে থাকে।

 

শুক্রবার এক সংবাদ সম্মেলনে প্রশ্নের জবাবে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রন্ধীর জয়সওয়াল বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের স্বরাষ্ট্র উপদেষ্টার অভিযোগকে ‘মিথ্যা ও ভিত্তিহীন’ বলে অভিহিত করেন। তিনি সাংবাদিকদের বলেন, “আমরা এমন অভিযোগ দৃঢ়ভাবে প্রত্যাখ্যান করি। আমরা বহুবার বলেছি যে, বাংলাদেশের অন্তর্বর্তী সরকার আইনশৃঙ্খলা বজায় রাখতে অক্ষম এবং নিয়মিতভাবে অন্যদের দোষারোপ করার চেষ্টা করে। তাদের উচিত আত্মসমালোচনা করা এবং চট্টগ্রাম পাহাড়ি অঞ্চলে সংখ্যালঘু সম্প্রদায়ের বিরুদ্ধে স্থানীয় চরমপন্থিদের দ্বারা সংঘটিত সহিংসতা, অগ্নিসংযোগ ও ভূমি দখলের বিষয়ে সম্পূর্ণ তদন্ত করা।”

 

খাগড়াছড়িতে উত্তেজনা চলতে থাকে ২৩ সেপ্টেম্বর থেকে। সদর উপজেলায় মারমা নৃগোষ্ঠীর একজন কিশোরী ধর্ষণের শিকার হয়েছেন এমন অভিযোগের পরিপ্রেক্ষিতে পাহাড়ি এলাকাটিতে সহিংসতা ছড়িয়ে পড়ে। পরবর্তী দিন পুলিশ সেনা সহায়তায় মামলার সঙ্গে জড়িত ১৯ বছর বয়সী শায়ন শিলকে গ্রেপ্তার করে। অন্য আসামিদের গ্রেপ্তার ও বিচার দাবি করে ‘জুম্মা স্টুডেন্টস অ্যান্ড পিপল’ বৃহস্পতিবার জেলায় অর্ধদিবসের সড়ক অবরোধ চালায়।

 

২৯ সেপ্টেম্বর ঢাকায় উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী অভিযোগ করেন যে, খাগড়াছড়ির নতুন উত্তেজনার পেছনে ‘ভারতের উসকানি’ রয়েছে। উপদেষ্টা মন্তব্যের সমর্থনে বলেন, “আমার ভাই একটি যৌক্তিক প্রশ্ন করেছেন। এই ঘটনা ভারত বা ফ্যাসিবাদী গোষ্ঠীর দ্বারা উস্কানিমূলকভাবে ঘটানো হচ্ছে। আমরা এটি রোধ করতে সব প্রস্তুতি নিচ্ছি।”

 

তিনি আরও বলেন, “বর্তমানে সনাতন সম্প্রদায়ের একটি বড় উৎসব চলেছে। শান্তিপূর্ণভাবে উৎসব উদযাপন করার জন্য আমরা সমস্ত প্রস্তুতি নিয়েছি। কিন্তু কিছু মহল উদযাপন বিঘ্নিত করতে চাইছে। খাগড়াছড়ির ঘটনার পেছনেও সেই একই মহল রয়েছে।” খাগড়াছড়িতে সহিংসতা প্রসঙ্গে তিনি বলেন, “আপনি জানেন কিছু সন্ত্রাসী পাহাড় থেকে গুলি চালিয়েছে। অনেকেই বাইরে থেকে এসেছে। আমি দেশটির নাম বলব না, তবে আমার সাংবাদিক ভাই এরইমধ্যে তা উল্লেখ করেছেন।”

বিশ্ব বিভাগের পাঠকপ্রিয় খবর