ঢাকা, ২৬ জানুয়ারি সোমবার, ২০২৬ || ১২ মাঘ ১৪৩২
good-food
৪৪

চট্টগ্রামে তারেক রহমানের সমাবেশে ১৮ মাইক চুরি

লাইফ টিভি 24

প্রকাশিত: ২০:২৫ ২৫ জানুয়ারি ২০২৬  

চট্টগ্রামের পলোগ্রাউন্ডে অনুষ্ঠিত হলো বিএনপির সমাবেশ। যেখানে উপস্থিত ছিলেন দলটির চেয়ারম্যান তারেক রহমান। বিশাল জনসমাগমের কথা মাথায় রেখে উন্নত মানের সাউন্ড সিস্টেমের আয়োজন করা হয় দলটির পক্ষ থেকে। 

পলোগ্রাউন্ড মাঠ ছাড়াও আশপাশের অন্তত এক কিলোমিটার এলাকাজুড়ে লাগানো হয় মাইক। মাঠের বাইরে লাগানো মাইকগুলো থেকে ১৮টি মাইক চুরির অভিযোগ উঠেছে। একই সঙ্গে পাঁচ কয়েল তারও চুরির অভিযোগ তুলেন খোদ মাইক কোম্পানির মালিক। পরে চুরি হওয়া মাইক ফেরত পেতে তিনি দ্বারস্ত হন থানার। করেন লিখিত অভিযোগও। 

সমাবেশে সাউন্ড সিস্টেমের কাজ পান ঢাকার রাজ সাউন্ড সিস্টেম। সমাবেশ ঘিরে অন্তত ২০০টি মাইক লাগানো হয়েছিল।

রবিবার সকালে কোতোয়ালি থানায় মাইক চুরির লিখিত অভিযোগ করেন সাউন্ড ও মাইক সিস্টেমের মালিক আবদুর রাজ্জাক। 

ক্ষতিগ্রস্ত মাইক ব্যবসায়ী রাজ্জাক জানান, শনিবার রাত ১১টার দিকে ২০০টির মতো মাইক লাগানো হয়। পরে তা চেক করে চলে যান তার কর্মীরা। মাঠ ছাড়াও আশপাশের রাস্তায় ইলেকট্রিক পোলে মাইকগুলো লাগানো হয়। সকালে এসে যখন মাইকগুলো চেক করা হচ্ছিল, তখনই নজরে আসে চুরির ঘটনাটি। মাঠের বাইরে রাস্তায় লাগানো ১৮টি মাইকের ইউনিট ও পাঁচ কয়েল তার চুরির ঘটনাটি জানতে পারে।

পরে চুরির বিষয়টি বিএনপি নেতাদের জানানো হলে তাদের পরামর্শে থানায় লিখিত অভিযোগ দিই।

তিনি আরও জানান, রাতভর সমাবেশ ঘিরে কঠোর নিরাপত্তা বলয় ছিল। এমনকি নিজেদের দুজন লোক রাতভর মাইকগুলো পাহারায় রেখেছে। এত নিরাপত্তার মধ্যেও চুরির ঘটনায় হতবাক ঢাকাইয়া এই ব্যবসায়ী।

কোতোয়ালি থানার কর্মকর্তা আফতাব উদ্দিনকে ফোন করা হলেও তিনি তা রিসিভ করেননি।

ভোটের সব খবর বিভাগের পাঠকপ্রিয় খবর