ঢাকা, ১২ সেপ্টেম্বর শুক্রবার, ২০২৫ || ২৭ ভাদ্র ১৪৩২
good-food
১৫

ছাত্রদলের পর জাকসু নির্বাচন বর্জন করলো আরো চার প্যানেল

লাইফ টিভি 24

প্রকাশিত: ২২:৫৯ ১১ সেপ্টেম্বর ২০২৫  

অনিয়ম ও কারচুপির অভিযোগ এনে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (জাবি) কেন্দ্রীয় ছাত্র সংসদ (জাকসু) নির্বাচন বয়কট করেছে সম্প্রীতির ঐক্য, সংশপ্তক পর্ষদ, স্বতন্ত্র অঙ্গীকার পরিষদ এবং সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্টের আংশিক প্যানেল।

 

বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের পরিবহন চত্বরে সংবাদ সম্মেলন করে ভোট বর্জনের ঘোষণা দেয় তারা। পোলিং এজেন্টদের কাজে বাধা, নারী হলে পুরুষ প্রার্থীদের প্রবেশ, ভোটার লিস্টে ছবি না থাকাসহ নির্বাচন ঘিরে নানা অভিযোগ তুলেছেন এসব প্যানেলের প্রার্থীরা।

 

সম্প্রীতির ঐক্য প্যানেলের সাধারণ সম্পাদক (জিএস) প্রার্থী শরণ এহসান অভিযোগ করেন, নির্বাচন বিধিমালা লঙ্ঘন করে বিভিন্ন হলে বিশেষ করে ছাত্রীদের হলে একটি নির্দিষ্ট প্যানেলের ছাত্রশিবিরের লিফলেট বিতরণ করা হচ্ছিল।

 

জাকসু নির্বাচনে ভোটের লড়াইয়ে মোট আটটি প্যানেল অংশ নিয়েছে।

ভোটের সব খবর বিভাগের পাঠকপ্রিয় খবর