ঢাকা, ২০ জানুয়ারি মঙ্গলবার, ২০২৬ || ৬ মাঘ ১৪৩২
good-food

জনগণের টাকায় নির্বাচন করতে চায় এনসিপি: আসিফ মাহমুদ

লাইফ টিভি 24

প্রকাশিত: ২২:০৮ ১৯ জানুয়ারি ২০২৬  

কালো টাকা ও ঋণখেলাপিদের প্রভাবমুক্ত রাজনীতি নিশ্চিত করতে এবার নির্বাচনি তহবিলের জন্য সাধারণ জনগণের ওপরই আস্থা রাখছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। দলটির নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান আসিফ মাহমুদ জানিয়েছেন, ব্যবসায়ীদের কাছে জিম্মি না হয়ে জনগণের কাছে দায়বদ্ধ থাকতে কেন্দ্রীয়ভাবে ‘ক্রাউড ফান্ডিং’ বা গণতহবিলের মাধ্যমে অর্থ সংগ্রহ করবেন তারা।
 
সোমবার বিকেলে রাজধানীর বাংলামোটরে দলের কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ পরিকল্পনার কথা তুলে ধরেন তিনি।

আসিফ মাহমুদ বলেন, ‘‘প্রথাগত রাজনীতিতে প্রার্থীরা ঋণখেলাপি বা কালো টাকার মালিকদের অর্থে নির্বাচিত হয়ে সংসদে তাদেরই স্বার্থ রক্ষা করেন। এই চক্র ভাঙতেই জাতীয় নাগরিক পার্টি স্বচ্ছতার নীতি গ্রহণ করেছে।”

তিনি ঘোষণা দেন, জনগণ বা দাতা সরাসরি দল বা নির্দিষ্ট প্রার্থীকে যে অনুদান দেবেন, তার প্রতিটি পয়সার হিসাব বাৎসরিক অডিটের মাধ্যমে জনসমক্ষে প্রকাশ করা হবে।

দলের প্রার্থীদের পরিচয় তুলে ধরে এনসিপির নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান জানান, তাদের প্রার্থীরা কেউ কোটিপতি বা ঋণখেলাপি নন। মূলত জুলাই অভ্যুত্থান-পরবর্তী তরুণ পেশাজীবী ও সাবেক শিক্ষার্থীরাই দলের মূল শক্তি।

তাই স্বচ্ছ রাজনীতি ও জবাবদিহিতা নিশ্চিত করতে জনগণের ক্ষুদ্র অনুদানই তাদের একমাত্র ভরসা বলে মন্তব্য করেন তিনি।

ভোটের সব খবর বিভাগের পাঠকপ্রিয় খবর