ঢাকা, ২৩ অক্টোবর বৃহস্পতিবার, ২০২৫ || ৮ কার্তিক ১৪৩২
good-food
১০৮

জাতীয় নির্বাচনের রোডম্যাপ ঘোষণা প্রতিশ্রুতি ভঙ্গের শামিল: এনসিপি

লাইফ টিভি 24

প্রকাশিত: ২৩:২৪ ২৮ আগস্ট ২০২৫  

জুলাই সনদ চূড়ান্ত না করে এবং জুলাই সনদ বাস্তবায়নের প্রক্রিয়া নিয়ে কোনো সিদ্ধান্তে উপনীত না হয়ে জাতীয় নির্বাচনের রোডম্যাপ ঘোষণা ঐকমত্য কমিশন এবং অন্তর্বর্তীকালীন সরকারের প্রতিশ্রুতি ভঙ্গের সামিল বলে মনে করে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)।

 

বৃহস্পতিবার (২৮ আগস্ট) নির্বাচনের রোডম্যাপ নিয়ে আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানায় দলটি।

 

এনসিপি'র জেষ্ঠ্য যুগ্ম আহ্বায়ক আরিফুল ইসলাম আদীব বলেন, আমরা মনে করি, ফ্যাসিবাদী ব্যবস্থা থেকে রাষ্ট্রের গণতান্ত্রিক রূপান্তরের জন্য নির্বাচন আয়োজন প্রয়োজন, আমরা কোনভাবেই নির্বাচন বিরোধী নই।

 

দলটি মনে করে, যত দ্রুত জুলাই সনদের আইনি ভিত্তি হবে, তত দ্রুত নির্বাচনের দিকে যাওয়া যাবে। তিনি যোগ করেন, সনদ বাস্তবায়নের প্রক্রিয়া চূড়ান্ত না করে নির্বাচনের প্রস্তুতি গ্রহণ ভবিষ্যতে সংকট তৈরি করতে পারে। এর দায় সরকারকেই নিতে হবে।