ঢাকা, ২১ আগস্ট বৃহস্পতিবার, ২০২৫ || ৫ ভাদ্র ১৪৩২
good-food

তন্বীর সম্মানে গবেষণা-প্রকাশনা প্রার্থী দেয়নি ছাত্রদল ও বাগছাস

লাইফ টিভি 24

প্রকাশিত: ২২:৪০ ২০ আগস্ট ২০২৫  

গত বছরের ১৫ জুলাইয়ে আহত সানজিদা আহমেদ তন্বীর সম্মানে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে গবেষণা ও প্রকাশনা সম্পাদক পদে প্রার্থী দেয়নি জাতীয়তাবাদী ছাত্রদল ও বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদ (বাগছাস)। 

 

বুধবার (২০ আগস্ট) দুপুরে পূর্ণাঙ্গ প্যানেল ঘোষণা করেছে ছাত্রদল। বিশ্ববিদ্যালয়ের অপরাজেয় বাংলার পাদদেশে আয়োজিত এক সংবাদ সম্মেলনে কেন্দ্রীয় ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব এই প্যানেল ঘোষণা করেন।

 

ডাকসু নির্বাচনে গবেষণা ও প্রকাশনা সম্পাদক পদে প্রতিদ্বন্দ্বিতা করতে মনোনয়ন জমা দিয়েছেন তন্বী। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্লিনিক্যাল সাইকোলজি বিভাগের ২০১৯-২০ সেশনের শিক্ষার্থী তিনি।

 

২০২৪ সালের ১৫ জুলাই ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে আন্দোলনরত শিক্ষার্থীদের ওপর ছাত্রলীগের হামলার সময় আহত হন তন্বী। সেসময় তার রক্তাক্ত মুখের ছবি দেশব্যাপী ব্যাপক সাড়া ফেলে এবং আন্দোলনকারীদের মধ্যে উদ্দীপনা জাগায়।

 

 

রাকিবুল ইসলাম রাকিব বলেন, তন্বীর সম্মানে গবেষণা ও প্রকাশনা সম্পাদক পদে আমাদের কোনো প্রার্থী থাকবে না। এ পদে ছাত্রদল ঘোষিত প্যানেল তন্বীকে সমর্থন দেবে। 

 

বাগছাসের প্যানেল থেকেও তন্বীর সম্মানে এই পদে কোনো প্রার্থী দেয়া হয়নি। সংগঠনটির ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার আহ্বায়ক আব্দুল কাদের বলেন, তন্বী আমাদের জুলাইয়ে জ্বলে ওঠা বিক্ষোভের উৎস। তিনি আমাদের জুলাইয়ে গর্জে ওঠা প্রতিরোধের অনুপ্রেরণা। তার প্রতি শ্রদ্ধা রেখে আমাদের সমর্থিত প্যানেলে গবেষণা ও প্রকাশনা বিষয়ক সম্পাদক পদটি শূন্য রাখা হয়েছে। ওর প্রতি আমাদের পূর্ণ সমর্থন থাকবে।

ভোটের সব খবর বিভাগের পাঠকপ্রিয় খবর