ঢাকা, ১৩ সেপ্টেম্বর শনিবার, ২০২৫ || ২৮ ভাদ্র ১৪৩২
good-food
৭৬৭

তারেকের সাবেক এপিএস অপু আটক

লাইফ টিভি 24

প্রকাশিত: ১৮:৫৭ ৪ জানুয়ারি ২০১৯  

একাদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে ঢাকার মতিঝিল থেকে ৮ কোটি টাকা জব্দের মামলায় তারেক রহমানের সাবেক এপিএস মিয়া নুরুদ্দীন অপুকে আটক করা হয়েছে।

শুক্রবার বিকেলে রাজধানীর ইউনাইটেড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাকে আটক করে র‍্যাব-১। তবে রিলিজ না দেয়া পর্যন্ত র‍্যাব হেফাজতে হাসপাতালে থাকবেন তিনি।

র‍্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের সহকারী পরিচালক এএসপি মিজানুর রহমান জানান, বিকেলে ইউনাইটেড হাসপাতাল থেকে অপুকে আটক করে র‍্যাব-১ এর একটি দল।

র‍্যাব-১ এর অধিনায়ক (সিও) লে. কর্নেল সারোয়ার বিন কাশেম জানান, মতিঝিলে ৮ কোটি টাকা জব্দের মামলায় ৪ নম্বর আসামি অপু। সেই মামলার প্রেক্ষিতে ইউনাইটেড হাসপাতাল থেকে তাকে আটক করা হয়েছে। তবে চিকিৎসাধীন থাকায় হাসপাতাল থেকে রিলিজ না পাওয়া পর্যন্ত তিনি সেখানেই থাকবেন।

গেল ২৫ ডিসেম্বর মতিঝিলের সিটি সেন্টারের একটি অফিসে অভিযান চালিয়ে ৮ কোটি টাকা ও ১০ কোটি টাকার চেকসহ তিনজনকে আটক করে র‌্যাব।

আটককৃতরা হলেন- কথিত আমদানি-রফতানিকারক প্রতিষ্ঠান ইউনাইটেড করপোরেশনের এমডি আলী হায়দার, গুলশানের আমেনা এন্টারপ্রাইজের জিএম (অ্যাডমিন) জয়নাল আবেদিন ও অফিস সহকারী আলমগীর হোসেন।