ঢাকা, ২৬ জানুয়ারি সোমবার, ২০২৬ || ১২ মাঘ ১৪৩২
good-food
৪০

দিল্লিতে হাসিনার বক্তব্য গণতান্ত্রিক উত্তরণে হুমকি

লাইফ টিভি 24

প্রকাশিত: ২০:৪৩ ২৫ জানুয়ারি ২০২৬  

নয়াদিল্লিতে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেওয়া একটি বক্তব্য নিয়ে তীব্র প্রতিবাদ ও গভীর উদ্বেগ জানিয়েছে বাংলাদেশ সরকার। ঢাকা মনে করে, এই বক্তব্য বাংলাদেশের গণতান্ত্রিক উত্তরণের জন্য সরাসরি হুমকি।

রবিবার ঢাকায় পররাষ্ট্র মন্ত্রণালয় এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই প্রতিক্রিয়া জানায়।

এতে জানানো হয়, তারা ‘আশ্চর্য ও হতবাক’ যে হাসিনা ভারতের রাজধানীতে জনসম্মুখে বক্তব্য দেওয়ার সুযোগ পেয়েছেন। 

বাংলাদেশ সরকারের মতে, এই বক্তব্য সহিংসতায় উস্কানি দিচ্ছে এবং দেশের আসন্ন নির্বাচন প্রক্রিয়াকে বাধাগ্রস্ত করার চেষ্টা করছে।

বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল হাসিনাকে মানবতাবিরোধী অপরাধে দণ্ডিত করেছেন।

মন্ত্রণালয়ের ভাষ্যমতে, হাসিনা তার বক্তব্যে বর্তমান সরকারকে ক্ষমতাচ্যুত করার সরাসরি আহ্বান জানিয়েছেন। তিনি তার দলের কর্মী-সমর্থক ও সাধারণ মানুষকে এমন কাজে উস্কানি দিয়েছেন, যা নির্বাচনি প্রক্রিয়াকে ব্যাহত করতে পারে।

বাংলাদেশ সরকার ‘গভীরভাবে ব্যথিত’ যে, ভারত প্রত্যর্পণ চুক্তি অনুযায়ী হাসিনাকে হস্তান্তরের দায়িত্ব পালন করেনি। বহুবার অনুরোধ সত্ত্বেও তাকে হস্তান্তর না করে উস্কানিমূলক বক্তব্য দেওয়ার সুযোগ দেওয়া হয়েছে। ঢাকা মনে করে, এটি বাংলাদেশের গণতান্ত্রিক পরিবর্তনের জন্য সরাসরি হুমকি।

সরকার বলছে, ভারতের রাজধানীতে এমন একটি অনুষ্ঠান আয়োজন দুই দেশের সম্পর্কের প্রতিষ্ঠিত নীতির পরিপন্থী। এর মাধ্যমে সার্বভৌমত্বের প্রতি সম্মান, একে অপরের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ না করার নীতি লঙ্ঘিত হয়েছে।

এই ঘটনাকে বাংলাদেশ ও তার জনগণের জন্য অপমানজনক হিসেবে দেখছে সরকার। 

বিজ্ঞপ্তিতে সতর্ক করে বলা হয়েছে, এটি ভবিষ্যতে ভারত-বাংলাদেশ সম্পর্কের জন্য একটি বিপজ্জনক উদাহরণ তৈরি করতে পারে। এর ফলে আগামী দিনে নির্বাচিত সরকারের পক্ষে ভারতের সাথে গঠনমূলক সম্পর্ক বজায় রাখা কঠিন হয়ে পড়বে।

আওয়ামী লীগের দিকে ইঙ্গিত করে মন্ত্রণালয় বলেছে, তাদের ‘উস্কানিমূলক বক্তব্য’ প্রমাণ করে, কেন তত্ত্বাবধায়ক সরকার দলটির কার্যক্রম নিষিদ্ধ করেছিল।

সরকার হুঁশিয়ারি দিয়ে বলেছে, নির্বাচনের আগে বা ভোটের দিন কোনো রকম সহিংসতা হলে তার জন্য ওই সংগঠনকেই দায়ী করা হবে এবং যেকোনো "দুষ্ট চক্রান্ত" ঠেকাতে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

ভোটের সব খবর বিভাগের পাঠকপ্রিয় খবর