ঢাকা, ০৫ আগস্ট মঙ্গলবার, ২০২৫ || ২১ শ্রাবণ ১৪৩২
good-food
১০৮০

দুধ চা পান করলে কী হয়?

লাইফ টিভি 24

প্রকাশিত: ০১:৫৩ ১৪ আগস্ট ২০২৩  

বাঙালির চা পানের অভ্যাস বেশ পুরনো। এখন তো আমাদের প্রতিদিনই চায়ের দরকার হয়। সকালে, বিকেলে, আড্ডায়, অতিথি আপ্যায়নে চা। এছাড়া অনেকেরই দিনটা অসম্পূর্ণ থেকে যায়। চা কী আর এমনি পান করে ভালো লাগে? এর সঙ্গে দুধ মিশিয়ে তৈরি করে পান করলে বরং বেশি ভালো লাগে। কিন্তু সুস্বাদু এই পানীয় আপনার জন্য ক্ষতির কারণ হতে পারে তা কী জানেন? নিয়মিত দুধ চা পান করলে তা আপনার স্বাস্থ্যে ক্ষতিকর প্রভাব ফেলতে পারে।

 

বাংলাদেশ, ভারত, তাইওয়ান, ভিয়েতনাম ও কাম্বোডিয়ায় সবচেয়ে বেশি জনপ্রিয় এই দুধ চা। তবে এটি শরীরের ক্ষতি করতে পারে। অনেকে মনে করেন, ক্যাফেইন কেবল কফিতেই থাকে। তবে কফির মতো চায়েও থাকে ক্যাফেইন। যা শরীরে মারাত্মক প্রভাব ফেলতে পারে। যে কারণে দুধ চা এড়িয়ে চলাই ভালো।

 

আপনি কী দুধ চা পানের একেবারেই বাদ দিয়ে দেবেন? সেই কথা বলা হচ্ছে না। তবে এটি যতটা সম্ভব এড়িয়ে চলতে হবে। মাঝে মাঝে অল্প করে খেলে তেমন ক্ষতি হয় না। তবে দিনে যদি দুই কাপের বেশি দুধ চা পান করেন তখন সমস্যা দেখা দেবে। কারণ, এতে অতিরিক্ত চিনিও আপনার শরীরে প্রবেশ করবে। অতিরিক্ত দুধ চা পান করলে অ্যাংজাইটির মতো সমস্যা দেখা দিতে পারে। কারণ এটি মাথার কোষগুলোকে উত্তেজিত রাখে।

 

দুধ চা পানের অ্যনতম পার্শ্বপ্রতিক্রিয়া হলো ফুসকুড়ি। নিয়মিত দুধ চা পান করলে মুখে ফুসকুড়ির মতো সমস্যা বাড়ে। সেই সঙ্গে বাড়তে পারে মলত্যাগের সমস্যা, কোষ্ঠকাঠিন্যের মতো সমস্যাও। শরীরে রক্তচাপের দ্রুত পরিবর্তন, নিয়মিত সঠিক রক্তচাপ না থাকা ইত্যাদিও দেখা দিতে পারে দুধ চা পানের ফলে।