ঢাকা, ২৩ আগস্ট শনিবার, ২০২৫ || ৮ ভাদ্র ১৪৩২
good-food
৮৩৩

ধর্মঘটে পণ্যবাহী নৌযান চলাচল বন্ধ

লাইফ টিভি 24

প্রকাশিত: ১৩:৪১ ২০ অক্টোবর ২০২০  

বেতনভাতা বৃদ্ধিসহ ১১ দফা দাবিতে নৌযান শ্রমিক ফেডারেশনের ডাকে পূর্ব ঘোষণা অনুযায়ী অনির্দিষ্টকালের পণ্যবাহী নৌযান ধর্মঘট শুরু হয়েছে।

 

সোমবার রাত ১২টার পর থেকে বরিশালসহ সারাদেশে এই ধর্মঘট শুরু হয়। একই দাবিতে আরও তিনবার ধর্মঘটে গিয়েছিলেন।

 

নৌযান শ্রমিক ফেডারেশন বরিশাল আঞ্চলিক সভাপতি আবুল হাসেম মাস্টার জানান, শ্রমিকেরা সন্ধ্যার পর থেকে বরিশাল নৌবন্দর এলাকায় ফেডারেশন কার্যালয়ে অবস্থান নেন। রাত ১২টার পর নৌযান চলাচল বন্ধ করে দেন।

 

রাজধানীর গাবতলী এলাকায় নৌযান চলাচল বন্ধ করে দেয়া হয়েছে। একইভাবে চট্টগ্রাম বন্দরেও নৌযানগুলো মালামাল উঠানো বন্ধ করে রেখেছে। 

জনদুর্ভোগ বিভাগের পাঠকপ্রিয় খবর